Home Second Lead বিএসএএ নির্বাচন: সম্মিলিত পরিষদের প্যানেল চুড়ান্ত, বেস্ট ওয়েস্টার্নে সভা

বিএসএএ নির্বাচন: সম্মিলিত পরিষদের প্যানেল চুড়ান্ত, বেস্ট ওয়েস্টার্নে সভা

সম্মিলিত পরিষদ প্যানেল

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন ( বিএসএএ ) ‘র আসন্ন নির্বাচনে সৈয়দ মোহাম্মদ আরিফের নেতৃত্বধীন সম্মিলিত পরিষদের প্যানেল চুড়ান্ত হয়েছে। বুধবার আগ্রাবাদে হোটেল বেস্ট ওয়েস্টার্ন এলায়েন্সে পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়।

বিএসএএ’র সিনিয়র ভাইস-চেয়ারম্যান সৈয়দ ইকবাল আলী, ভাইস-চেয়ারম্যান সফিকুল আলম জুয়েলসহ প্রার্থীরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন দলনেতা সৈয়দ মোহাম্মদ আরিফ। সভায় উল্লেখ করা হয় যে সম্মিলিত পরিষদের পক্ষে সদস্যদের মধ্যে যে গণজোয়ার তৈরি হয়েছে সেটা নির্বাচন পর্যন্ত ধরে রাখতে প্রচারণা আরও জোরদার করতে হবে এবং ডোর টু ডোর সবাইকে পৌঁছতে হবে। এ ছাড়া বেশকিছু নির্বাচনী কৌশলও নেয়া হয়েছে।

সম্মিলিত পরিষদ প্যানেল:

এসোসিয়েট ক্যাটেগরি-মোহাম্মদ সফিকুল আলম জুয়েল, মো. রেয়াজ উদ্দিন খান, শামসু্দ্দিন আহমেদ চৌধুরী ( মিনার), খায়রুল আলম (সুজন), প্রবীর সিনহা,ওয়াহিদ আলম,নাজমুল হক এবং নজরুল ইসলাম।

অর্ডিনারি ক্যাটেগরি-  সৈয়দ মোহাম্মদ আরিফ, সৈয়দ ইকবাল আলী ( শিমুল ), ওসমান গনি চৌধুরী, মো. আজফার আলী, ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাত, মো. সাজ্জাদুর রহমান, মামুনুর রশিদ, মুনতাসির রুবাইয়াত, আবু খালেদ মোহাম্মদ শাকিল আহসান, মোহাম্মদ আসিফ ইফতেখার হোসেন, মোহাম্মদ জিয়াউল কাদের,  এস এম মাহবুবুর রহমান, এস এম এনামুল হক, এটিএম শহিদুল্লাহ ( শহিদ ), তানজিল আহমেদ রুহুল্লাহ এবং শহিদুল মোস্তাফা চৌধুরী ।