Home Second Lead বিএসএএ পরবর্তী চেয়ারম্যান কে?

বিএসএএ পরবর্তী চেয়ারম্যান কে?

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন ( বিএসএএ )’র পরবর্তী চেয়ারম্যান কে? সৈয়দ মোহাম্মদ  আরিফ না শাহেদ সরওয়ার? নাকি অন্য কেউ ? তা স্পষ্ট হয়ে যাবে রবিবার ( ৪ এপ্রিল )।

সৈয়দ মোহাম্মদ আরিফ সম্মিলিত পরিষদের দলনেতা। আর শাহেদ সরওয়ার হলেন ‘শাহেদ সরওয়ার প্যানেল’ প্রধান। দু’জনই আশাবাদী জয়ের ব্যাপারে। সম্মিলিত পরিষদ যদি দলনেতাসহ কমপক্ষে ১৩ টি পরিচালক পদে বিজয়ী হয় তাহলে চেয়ারম্যান হবেন সৈয়দ আরিফ। একই বিষয় প্রযোজ্য শাহেদ সরওয়ার প্যানেলের বেলায়ও। আর যদি দলনেতা জয়ী হতে না পারেন সেক্ষেত্রে চেয়ারম্যান হবেন প্যানেলের অন্য কেউ।

২০১৯ সালের এপ্রিলে অনুষ্ঠিত বিগত নির্বাচনে এসোসিয়েট ক্যাটেগরিতে ৮ পরিচালকের সবাই নির্বাচিত হন সৈয়দ আরিফের প্যানেল থেকে। কিন্তু অর্ডিনারি ক্যাটেগরিতে ১৬ জনের কেউ তাঁর প্যানেল থেকে নির্বাচিত হননি। তিনি ছিলেন অর্ডিনারি ক্যাটেগরিতে। বোর্ড গঠন করে শাহেদ সরওয়ার সমর্থিত প্যানেল থেকে বিজয়ীরা। বিএসএএ’র বর্তমান সিনিয়র ভাইস-চেয়ারম্যান সৈয়দ ইকবাল আলী ( শিমুল ) তখন ছিলেন সেই প্যনেলের ভোট কৌশল নির্ধারণের অন্যতম রূপকার। এবারে তিনি প্রার্থী হয়েছেন সম্মিলিত পরিষদ থেকে। গতবারে ভোটার সংখ্যা ছিল এক শ’য়ের কম। এবারে মোট ভোটার ২৬৭। এদের মধ্যে অর্ডিনারি ক্যাটেগরিতে ১৪৫ এবং এসোসিয়েটে ১২২। এবার ভোটার সংখ্যা বেশি হওয়ায় আগের সব হিসাব-নিকাশ ওলট-পালট হয়ে গেছে।

চলমান করোনা পরিস্থিতিতে ভোটারদের উপস্থিতি কেমন হবে তা নিয়ে নানা সংশয় বিরাজ করছে। অবশ্য দু’পক্ষই চেষ্টা করছে নিজেদের সমর্থক ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে। বিএসএএ নির্বাচনী প্রচারণা ও শোডাউনে শুরু থেকে শেষ পর্যন্ত এগিয়ে সম্মিলিত পরিষদ। আর শাহেদ সরওয়ার প্যানেল নিজস্ব স্টাইলে প্রচারণা চালিয়েছে। ভিন্ন কৌশল ছিল তাদের প্রচারণায়।

সৈয়দ ইকবাল আলী ( শিমুল )

বিএসএএ’র বর্তমান সিনিয়র ভাইস-চেয়ারম্যান, সম্মিলিত পরিষদ থেকে অর্ডিনারি ক্যাটেগরির পরিচালক পদপ্রার্থী সৈয়দ ইকবাল আলী ( শিমুল ) বিজনেসটুডে২৪ কে বলেন, আমরা কেবল প্রচারণা ও শোডাউনে  যে এগিয়ে তা নয়, ভোটারদের সমর্থনও আমাদের পক্ষে। তাদের কাছে গিয়ে বিপুল সাড়া পেয়েছি আমরা। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, শিপিং এজেন্টদের কাছে দু’টি বড় ইস্যু বে পাইলটিং এবং ওয়াচম্যান নিয়োগ নিয়ে। শিপিং এজেন্টদের প্রচণ্ড বিরোধিতা থাকা সত্ত্বেও কোন জোরালো ভুমিকা ছিল না বিপক্ষ দলনেতার। তা সাধারণ ভোটারদের অত্যন্ত ক্ষুব্ধ করেছে। যার বহিঃপ্রকাশ ঘটবে ভোটের বাক্সে। সেটা ইতিমধ্যে স্পষ্ট হয়ে গেছে। বিএসএএ’র একজন প্রাক্তন চেয়ারম্যানের নাম উল্লেখ করে বলেন, ‘‘তিনি ব্যক্তিগত স্বার্থে শিপিং এজেন্টস এসোসিয়েশনকে ব্যবহার করেছেন। বিএসএএ’কে কুক্ষিগত করে রেখেছিলেন। নির্বাচন প্রক্রিয়াটি তিনি চাননি। সাধারণ ভোটাররা ভোট দিবেন, প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হবে সেটা হতে দেননি ১৭ বছর। নানাভাবে তিনি বিএসএএ’র ভাবমূর্তিকে ক্ষুন্ন করেছেন বন্দর থেকে সুযোগ-সুবিধা নেয়ার জন্য। সেই তিনি ভোট চেয়েছেন ওদের হয়ে । অথচ তিনি নিজে কোন প্রার্থী নন বা তার কোন প্রার্থীও নেই।’’ এসব কিছু অনুকূল পরিবেশ তৈরি করেছে সম্মিলিত পরিষদের জন্য। উল্লেখ করেন সৈয়দ ইকবাল আলী।

মোহাম্মদ আবদুল্লাহ জহির

বিএসএএ’র বর্তমান পরিচালক ও শাহেদ সরওয়ার প্যানেল থেকে পরিচালক পদপ্রার্থী মোহাম্মদ আবদুল্লাহ জহির তাদের প্যানেলের জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বিজনেসটুডে২৪ প্রতিনিধিকে বলেন, নবীন প্রবীন প্রার্থীদের সমন্বয়ে আমাদের প্যানেল। ‘আমরা হলাম ভদ্রলোকের পার্টি।’ আমাদের প্রার্থীদের সবাই ভদ্রলোক। আর আমরা আমাদের প্রতিশ্রুতি সব সময় ঠিক রাখি। যা বলি তা করি। এসব বিবেচনায় ভোটাররা আমাদের পক্ষে রায় দেবেন বলে আশা করছি।

বিএসএএ ইলেকশন  বোর্ড সূত্রে জানা গেছে, স্বাস্থ্যবিধি প্রতিপালন করে ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। হোটেল আগ্রাবাদের ইছামতি হলে সকাল সাড়ে ৯ টায় ভোট গ্রহণ শুরু হবে। তা চলবে বিকেল ৪টা পর্যন্ত। অর্ডিনারি থেকে ১৬ জন এবং এসোসিয়েট থেকে ৮ জন পরিচালক নির্বাচিত হবেন। পরবর্তীতে এদের সবার ভোটে নির্বাচিত হবেন চেয়ারম্যান। তিনি যে কোন ক্যাটেগরির হতে পারবেন। সিনিয়র ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হবেন অর্ডিনারি ক্যাটেগরিতে বিজয়ীদের একজন। আর ভাইস চেয়ারম্যান হবেন এসোসিয়েট থেকে।