Home Second Lead বিএসএএ ভোটের এক সপ্তাহ আগে হঠাৎ ভেন্যু পরিবর্তন

বিএসএএ ভোটের এক সপ্তাহ আগে হঠাৎ ভেন্যু পরিবর্তন

এভাবে ভেন্যু পরিবর্তন ‘দুরভিসন্ধিমূলক: শাহেদ সরওয়ার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: আগামী ১৩ এপ্রিল অনুষ্ঠেয় বাংলাদেশ শিপিং এজেন্টস  এসোসিয়েশন (বিএসএএ)’এর ভোটের ভেন্যু পরিবর্তন করা হযেছে। এই নির্বাচনে অন্যতম পরিচালক প্রার্থী শাহেদ সরওয়ার  ভেন্যু পরিবর্তনকে ‘দূরভিসন্ধিমূল ‘ বলে অভিহিত করেছেন।

নির্বাচনী বোর্ড-এর ১৩ জানুয়ারির সার্কুলার অনুসারে ভেন্যু উল্লেখ ছিল আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় অবস্থিত হোটেল আগ্রাবাদের ইছামতি হল। ইলেকশন বোর্ড সূত্রে জানা গেছে, আজ শনিবার তাদের সভায় সামগ্রিক বিষয় পর্যালোচনা করে ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভোটার সংখ্যা বিবেচনায় শান্তিপূর্ণ পরিবেশে সুশৃঙ্খলভাবে ভোট প্রদান নিশ্চিত করতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরিবর্তিত ভেন্যু নির্ধারণ করা হয়েছে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ’র মেজবান হল। আগামী ১৩ এপ্রিল সকাল সকাল ৮ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত সেখানে ভোট গ্রহণ করা হবে।

বর্তমান চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ-এর নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ-এর কয়েকজন প্রার্থীর সাথে যোগাযোগ করা হলে তারা ভেন্যু পরিবর্তনের বিষয়টি নির্বাচন বোর্ডের সঠিক সিদ্ধান্ত বলে অভিহিত করেন। নতুন ভেন্যু স্বাচ্ছন্দে ভোটাধিকার প্রয়োগের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে বলে উল্লেখ করেন তারা।

তবে, ভিন্নমত পোষণ করেছেন পরিচালক পদে অন্যতম প্রার্থী শাহেদ সরওয়ার। বলেছেন, ভোটের মাত্র কয়েকদিন আগে হঠাৎ এভাবে ভেন্যু পরিবর্তন ‘দুরভিসন্ধিমূলক’। প্রথাগতভাবে কয়েকটি নির্বাচন আগ্রাবাদ হোটেলের প্রশস্ত ইছামতি হলে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অধিকাংশ শিপিং এজেন্টদের অফিস আগ্রাবাদ এবং আশেপাশের এলাকায়। তাই হোটেল আগ্রাবাদ ভেন্যু হিসেবে সবার কাছে খুবই গ্রহণযোগ্য। এটা বাদ দিয়ে আকস্মিকভাবে নতুন ভেন্যু নির্ধারণে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ ভোটারদের মধ্যে। সংশ্লিষ্ট সকলের ধারণা আগ্রাবাদ থেকে লালখানবাজারে  ভ্যানু সরিয়ে নেয়ার মধ্য দিয়ে সৈয়দ মোহাম্মদ আরিফ ও তার দলের  (সম্মিলিত পরিষদ) একতরফা জয়ী করার সকল আয়োজন সম্পন্ন করা হলো।

চৌধুরী গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহেদ সরওয়ার। ইতিপূর্বে তার নেতৃত্বে ‘শাহেদ সরওয়ার প্যানেল’ কয়েকটি নির্বাচনে অংশগ্রহণ করে। এবারে বিএসএএ নির্বাচনে একমাত্র প্যানেল ‘সম্মিলিত পরিষদ’ প্রতিদ্বন্দ্বিতা করছে। প্যানেলের বাইরে জেনারেল ক্যাটেগরিতে শাহেদ সরওয়ারসহ মোট ৬ জন এবং এসোসিয়েট ক্যাটেগরিতে ৭ জন নির্বাচন করছেন।

জেনারেল ক্যাটেগরিতে ১৬ পরিচালক পদে ২২ জন এবং এসোসিয়েট ক্যাটেগরিতে ৮ পরিচালক পদের বিপরীতে ১৫ জন প্রার্থী। আগামী ২৯-৪-২০২৫ থেকে ২৮-৪-২০২৭ মেয়াদের জন্য এই নির্বাচন।