Home Second Lead শিপিং এজেন্টদের কাছে পুরনো বিলের  বিপরীতে ভ্যাট দাবি প্রত্যাহারের আহ্বান

শিপিং এজেন্টদের কাছে পুরনো বিলের  বিপরীতে ভ্যাট দাবি প্রত্যাহারের আহ্বান

রবিবার জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে প্রাক-বাজেট সভা
এনবিআরের সাথে বিএসএএ ও ট্যাক্স লইয়ার এসোসিয়েশনের প্রাক-বাজেট আলোচনা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: শিপিং এজেন্টদের কাছে পুরনো বিলের  বিপরীতে ভ্যাট দাবি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন ( বিএসএএ)।

জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক-বাজেট আলোচনাকালে এই আহ্বান জানানো হয়েছে। বোর্ডের সম্মেলন কক্ষে রবিবার অনুষ্ঠিত এই  সভায় অংশ নেয় শিপিং এজেন্ট এসোসিয়েশন এবং  ট্যাক্স লইয়ার এসোসিয়েশন।

সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

বিএসএএ-র ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খান বলেন, ৫৩ বছর পর এই প্রথম এনবিআর শিপিং এজেন্ট লাইসেন্সিং বিধিমালার খসড়া প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। তাই বোর্ডের প্রতি সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে তিনি জোর আবেদন জানান এই খসড়া বিধিমালা চূড়ান্ত করনে একমাত্র অংশীদারী সংগঠন হিসেবে যেন আমাদের সাথে আলোচনা সাপেক্ষে তা করা হয়।তাতে জাতীয় রাজস্ব বোর্ড এবং শিপিং এজেন্টগণ উপকৃত হবেন। বাতি করের উপর আরোপিত আয়কর আদায়ের প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্টির কথা জানান বিএসএএ প্রতিনিধিবৃন্দ। এনবিআরের সদস্য (আয়কর) শামস উদ্দিন এই বিষয়টি পর্যালোচনা করবেন বলে আশ্বাস দেন এবং জানান যে সংশ্লিষ্ট কর অঞ্চলকে সঠিক নির্দেশনা দেয়া হবে যাতে বিদ্যমান অসন্তুষ্টির অবসান ঘটে।

শিপিং এজেন্ট-এর বিরুদ্ধে আনীত যেকোনো অভিযোগ তদন্ত  করার জন্য এসোসিয়েশনের ন্যূনতম একজন প্রতিনিধি সমন্বয়ে আর্বিট্রেশন কমিটি গঠন করার জন্য আহ্বান জানিয়ে সভায় বলা হয়, কমিটির মতামত এবং  সিদ্ধান্ত প্রদান পর্যন্ত যেন অভিযুক্ত শিপিং এজেন্ট-এর কার্যক্রম কোনভাবে স্থগিত করা না হয়।

এ প্রসঙ্গে রিয়াজ উদ্দিন খান বলেন যদি কোন একটি বিশেষ অভিযোগের ভিত্তিতে শিপিং এজেন্টদের লাইসেন্সিং কার্যক্রম যাচাই-বাছাই ছাড়া স্থগিত করা হয় তাহলে বিশেষ ঐ অভিযোগ এর সাথে সংশ্লিষ্ট নয় এমন অন্য পক্ষগুলোও অনেক বেশি ভোগান্তিতে পড়ে যায়। আমদানি-রপ্তানি কার্যক্রম সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য লাইসেন্সিং কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা এবং সঠিক দিকনির্দেশনা কামনা করেন তিনি।

সম্প্রতি  শিপিং এজেন্টদের কাছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০১৫ সাল থেকে পুরনো বিলের  বিপরীতে ভ্যাট দাবি করেছে মর্মে  অভিযোগ করে বিএসএএ-র পক্ষ থেকে বলা হয়, যেসব প্রিন্সিপাল এই মুহূর্তে বাংলাদেশে ব্যবসা করছেন না তাদের কাছ থেকে কিভাবে আমরা এ ভ্যাট আদায় করবো? অযৌক্তিক এই দাবি প্রত্যাহার করার জন্য অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরোধ করা হয়।

অন্যদিকে বাংলাদেশ ট্যাক্স লইয়ারস অ্যাসোসিয়েশনের সভাপতি  মো. সোহরাব উদ্দিন এবং ঢাকা ট্যাক্সেস বার বার এসোসিয়েশন এর সভাপতি ড. বি এন দুলাল  জাতীয় রাজস্ব বোর্ডের নতুন ভবন নির্মাণ এবং স্থান বরাদ্দ পাওয়ায় ক্ষেত্রে তাদের নিজ নিজ সংগঠনের অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে এনবিআরের চেয়ারম্যানকে তাদের অ্যাসোসিয়েশনের জন্য এই ভবনে একটি অফিসের স্থান  বরাদ্দ দেওয়ার জন্য আবেদন জানান। এ প্রসঙ্গে যুক্তি দিয়ে তারা বলেন এ ভবনে আমাদের বসার সুযোগ দিলে রাজস্ব  আহরণ আরো ত্বরান্বিত হবে।