বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: আজ সোমবার বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন ( বিএসএএ)’র প্রেসিডিয়াম নির্বাচন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, রবিবার অনুষ্ঠিত ভোটে নির্বাচিত পরিচালকদের ভোটে একজন চেয়ারম্যান, দুজন সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং দুজন ভাইস চেয়ারম্যান মনোনীত হবেন।
২৪ জন পরিচালকের ভোটে নির্বাচিত হবেন চেয়ারম্যান। আর দুজন সিনিয়র ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হবেন জেনারেল ক্যাটেগরি থেকে। এই ক্যাটেগরির ১৬ জন পরিচালকের ভোটে তারা নির্বাচিত হবেন। এসোসিয়েট ক্যাটেগরি থেকে নির্বাচিত হবেন দুজন ভাইস চেয়ারম্যান।৮ জন পরিচালকের ভোটে নির্বাচিত হবেন এই দুজন।
রবিবার অনুষ্ঠিত বিএসএএ’র ভোটে ২৪ পরিচালক পদে ২৩ জন নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ থেকে। অপর একজন স্বতন্ত্র প্রার্থী জিতেছেন।
জেনারেল ক্যাটেগরিতে ১৬ পরিচালক পদের বিপরীতে মোট প্রার্থী ছিলেন ২১ জন। জয়ী হয়েছেন সম্মিলিত পরিষদ মনোনীত প্রার্থীদের সবাই। তারা হলেন: সৈয়দ মোহাম্মদ আরিফ (প্রাপ্ত ভোট-৯৪), সৈয়দ ইকবাল আলী (প্রাপ্ত ভোট-১০৭), এসএম মাহবুবুর রহমান (প্রাপ্ত ভোট-১০৭), মো. ওসমান গনি চৌধুরী(প্রাপ্ত ভোট-১০৪), মো. আজফার আলী(প্রাপ্ত ভোট-৮৪), মামুনুর রশিদ (প্রাপ্ত ভোট-১১৫), মো. সাজ্জাদুর রহমান (প্রাপ্ত ভোট-১০৭, এসএম এনামুল হক (প্রাপ্ত ভোট-১০৭), মুনতাসির রুবাইয়াত (প্রাপ্ত ভোট-১০৩), ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাত (প্রাপ্ত ভোট-১১০), মোহাম্মদ আসিফ ইফতেখার হোসেন (প্রাপ্ত ভোট ১১২), তানজিল আহমেদ রুহুল্লাহ (প্রাপ্ত ভোট-১০৫), আনিস উদ দৌলা (প্রাপ্ত ভোট-৭৫), মোহাম্মদ এনাম-উল-হক(প্রাপ্ত ভোট-৯২), মোহাম্মদ রাশেদ(প্রাপ্ত ভোট-৯০), এবং মো. আলী আকবর (প্রাপ্ত ভোট-৮০)।
এসোসিয়েট ক্যাটেগরিতে ৮ পরিচালক পদে প্রার্থী ছিলেন ১০জন। সম্মিলিত পরিষদ থেকে বিজয়ী ৭ জন হলেন : মো. শফিকুল আলম জুয়েল, মো. নাজমুল হক, মো. রিয়াজউদ্দিন খান, শামসুদ্দিন আহমেদ চৌধুরী, রফিকুল আনোয়ার বাবু, মোহাম্মদ্ আসলাম এবং মো. নজরুল ইসলাম।
অপরজন হলেন স্বতন্ত্র প্রার্থী খায়রুল আলম সুজন।
জেনারেল ক্যাটেগরিতে সর্বোচ্চ ভোটে জয়ী হয়েছেন মানুমা শিপিং লাইন্স লিমিটেডের মামুনুর রশিদ। তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ১১৫। অপরদিকে, এসোসিয়েট ক্যাটেগরিতে সর্বোচ্চ ভোট পেয়েছেন এ এন্ড জে ট্রেডার্সের নাজমুল হক।তিনি ৯১ ভোট পেয়েছেন।