ভাইস-চেয়ারম্যান: রেডিয়্যান্ট শিপিং লিমিটেড-এর শফিকুল আলম জুয়েল এবং কসকল শিপিং লাইন্স লিমিটেডের মো. রিয়াজ উদ্দিন খান।
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: আজ সোমবার বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন ( বিএসএএ )’এর প্রেসিডিয়াম নির্বাচন অনুষ্ঠিত হয়। এএমএমএস ইন্টারন্যাশনালের সৈয়দ মোহাম্মদ আরিফ চেয়ারম্যান এবং ট্রান্সমেরিন লজিস্টিক্স লিমিটেডের সৈয়দ ইকবাল আলী শিমুল ও ইউএস লাইন্স ( ওভারসীজ) লিমিটেডের মোহাম্মদ ওসমান গনি চৌধুরী সিনিয়র ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সৈয়দ মোহাম্মদ আরিফ এবং সৈয়দ ইকবাল আলী পুনরায় নির্বাচিত হলেন।
ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রেডিয়্যান্ট শিপিং লিমিটেড-এর শফিকুল আলম জুয়েল এবং কসকল শিপিং লাইন্স লিমিটেডের মো. রিয়াজ উদ্দিন খান।
সবাই নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ২৯-০৪-২০২৩ থেকে ২৮-০৪০২০২৫ মেয়াদের জন্য তারা নির্বাচিত হলেন।
রবিবার অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী ২৪ পরিচালকের ভোটে চেয়ারম্যান এবং জেনারেল ক্যাটাগরির ১৬ পরিচালকের ভোটে ২ সিনিয়র ভাইস-চেয়ারম্যান এবং এসোসিয়েট ক্যাটাগরির ৮ পরিচালকের ভোটে ২ ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বিএসএএ কার্যালয়ে আজ দুপুরে প্রেসিডিয়াম নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন বোর্ড চেয়ারম্যান, বিএমএসএর প্রাক্তন চেয়ারম্যান তারেক কামাল এ সময় উপস্থিত ছিলেন।
রবিবারের নির্বাচনে জেনারেল ক্যাটাগরির ১২৭ জন সদস্যের মধ্যে ভোট দিয়েছেন ১১৮ জন। এসোসিয়েটে ১০৩ জন সদস্যের মধ্যে ভোট দিয়েছেন ৯৬ জন।