
চট্টগ্রাম: বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন (বিএসএএ) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সোমবারসন্ধ্যায় রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ের মেজবান হলে অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে এসোসিয়েশনের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি বিভিন্ন কর্তৃপক্ষ/সংগঠনের প্রতিনিধি এবং বিশিষ্ট অতিথিরা একত্রিত হয়ে পবিত্র রমজান মাসের বার্তা ছড়িয়ে দেন এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের জন্য দোয়া করেন।
অনুষ্ঠানে এসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ, সিনিয়র ভাইস-চেয়ারম্যান সৈয়দ ইকবাল আলী ও মোহাম্মদ ওসমান গনি চৌধুরী, ভাইস-চেয়ারম্যান শফিকুল আলম জুয়েল ও মো. রিয়াজ উদ্দিন খানসহ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, উপদেষ্টা পর্ষদের সদস্যবৃন্দ এবং সকল সদস্য এজেন্টদের মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, ডঃ রাজীব রঞ্জন, ভারতীয় সহকারী হাই কমিশনার, মো: জাকির হোসেন কমিশনার অব কাস্টমস এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস হাউস, মার্কেন্টাইল মেরিন ডিপার্টমেন্ট , ভ্যাট কমিশনারেট, কর অফিসসহ বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তা, বিভিন্ন চেম্বার সংগঠন, বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স এসোসিয়েশন, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশন, বিকডা, বিজিএমইএসহ বিভিন্ন শিল্প সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ইফতার ও দোয়া মাহফিলে দেশের সার্বিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এছাড়াও, শিপিং ট্রেড সংশ্লিষ্ট যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ তার বক্তব্যে এই পবিত্র রমজান মাসের উসিলায় পরম করুণাময় ও সর্বশক্তিমান আল্লাহ যেন সবাইকে ক্ষমা করে দেন সেই কামনা করেন। তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি