Home সারাদেশ বিএসএফ ও বিজিবি’র সৌজন্য সাক্ষাৎ

বিএসএফ ও বিজিবি’র সৌজন্য সাক্ষাৎ

মোঃ নুরুজ্জামান হোসেন, হিলি থেকে: ভারতের বিএসএফ’র নর্থ বেঙ্গলের আইজি অজয় সিং এর সাথে সৌজন্য সাক্ষাত করছেন দিনাজপুর বিজিবি’র সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ গোলাম মহিউদ্দিন খন্দকার।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় হিলি চেকপোষ্ট গেটের শুন্য রেখায় ভারতীয় অংশে এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।
এর আগে বিএসএফ’র আমন্ত্রণে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ গোলাম মহিউদ্দিন খন্দকার সীমান্তের শুণ্য রেখায় গেলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএসএফ’র নর্থ বেঙ্গলের আইজি অজয় সিং।
ওই বৈঠকে ভারতের রায়গঞ্জ সেক্টর কমান্ডার এসএ শ্রী ভাস্তো ভা,জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল রফিকুল ইসলাম, ভারত পতিরাম ৬১ বিএসএফ ব্যাটালিয়নের টুআইসি জেতা শংকর সিং উপস্থিত ছিলেন।
এসময় বিজিবি’র পক্ষ থেকে বিএসএফ’র নর্থ বেঙ্গলের আইজি অজয় সিংকে ক্রেষ্ট উপহার দেন।