Home Third Lead বাংলাদেশে ঢুকে বৃদ্ধার ওপর বিএসএফ-র হামলা

বাংলাদেশে ঢুকে বৃদ্ধার ওপর বিএসএফ-র হামলা

হামলার শিকার জোহরা। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

লালমনিরহাট: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে হাতীবান্ধায় অনুপ্রবেশ করে এক বৃদ্ধাকে প্রহার এবং ঘটনার প্রতিবাদে সেখানে জড়ো হওয়া সীমান্ত এলাকার বাসিন্দাদের প্রতি রাবার বুলেট ছুঁড়ে বলে অভিযোগ ওঠেছে।  এ ঘটনা আজ মঙ্গলবার দুপুরের।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি-৬১ তিস্তা ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম গণমাধ্যমকে বলেছেন যে বিষয়টি জানার পর প্রতিবাদ জানানো হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে বিজিবিকে তদন্ত করার জন্য বলা হয়েছে। এছাড়া বিএসএফর সঙ্গে পতাকা বৈঠকের আয়োজন করা হয়েছে।

হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পকেট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা দুলাল হোসেন ও আনোয়ার হোসেন জানান, ওই সীমান্তে ৮৯৩ নং মেইন পিলারের ৮/এস সাব- পিলারের কাছে বাংলাদেশের ভুখন্ডে কাপড় শুকাতে গিয়েছিলেন জোহরা বেগম (৬০) নামে এক বৃদ্ধা । এ সময় ভারতীয় কুচবিহার অঞ্চলের শিতলকুচি এলাকার ফুলবাড়ী বিএসএফ ক্যাম্পের এক সদস্য বাংলাদেশের অভ্যন্তরে জোহরা বেগমকে প্রহার করে। ভুক্তভোগী বৃদ্ধা সিংগীমারী ইউনিয়নের পকেট নামক সীমান্ত এলাকার মৃত ছকদ্দিরের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা নূরুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে বৃদ্ধা জোহরা বেগম ভারতীয় সীমান্তের নিকট বাংলাদেশের অভ্যন্তরে কাপড় শুকাতে যায়। এ সময় ভারতের কুচবিহার জেলার শিতলকুচি এলাকার ফুলবাড়ী বিএসএফ ক্যাম্পের এক সদস্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ওই বৃদ্ধাকে টানা-হেচড়া করে। এরই এক পর্যায়ে তাকে মারধর শুরু করে। স্থানীয়রা তা দেখে ছুটে গেলে বিএসএফর আরও বেশ কয়েকজন সদস্য এসে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে আবাদি জমি নষ্ট, জমির বেড়া ভাঙচুর ও ফাঁকা গুলি ছুড়ে। পরে খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিংগীমারী ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিঙ্গিমারী বিজিবি’র ক্যাম্পের ইনচার্জ নাসির হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করি। তাৎক্ষনিক বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা অনুষ্ঠিত হয়। এ ঘটনায় বাংলাদেশের বিজিবি’র পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।