Home শেয়ারবাজার বিওতে বোনাস লভ্যাংশ পাঠিয়েছে ৪ কোম্পানি

বিওতে বোনাস লভ্যাংশ পাঠিয়েছে ৪ কোম্পানি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত বোনাস লভ্যাংশ শেয়ার বুধবার (১৩ জানুয়ারি) শেয়ার হোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠিয়েছে চার কোম্পানি।

এরা হলো, এমএল ডাইং, অ্যাডভেন্ট ফার্মা, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস ও কাট্টালি টেক্সটাইল।

বুধবার (১৩ জানুয়ারি) সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে নাহি অ্যাডভেন্ট ফার্মা ১০ শতাংশ, কাট্টালি টেক্সটাইল ৮ শতাংশ, এমএল ডাইং ৫ শতাংশ এবং রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টসের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।