ঢাকা: হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এর সাবেক সহ-সভাপতি (অর্থ) হুমায়ুন কবির খাঁন শিল্পী (৫২) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে মারা যান। হুমায়ুন কবির খাঁন শিল্পী নারায়ণগঞ্জ ফিল্ম সোসাইটির সভাপতিও ছিলেন।
মরহুমের প্রথম নামাজে জানাজা আজ (১৯ ডিসেম্বর) বাদ জোহর (১:৩০ টায়) নগরীর টানবাজার জামে মসজিদে এবং মাসদাইর কেন্দ্রীয় গোরস্থান মসজিদে ২য় জানাজা (২:৩০টায়) অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে দেশের পোশাক শিল্প মালিকদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বিকেএমইএ ও বিজিএমইএ এর পক্ষ থেকে শোক জানানো হয়েছে।
-বিজনেসটুডে২৪ ডেস্ক