বিজনেসটুডে২৪ প্রতিনিধি
গোপালগঞ্জ: গোপালগঞ্জে বিচারকবাহী মাইক্রোবাসের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় চার বিচারকসহ ছয়জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার মান্দারতলায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাঞ্চন কুমার কুন্ডু, মো. হুমায়ূন কবীর, জেলা জজ আদালতে সিনিয়র সহকারী বিচারক এইচ এম কবীর হোসেন ও সদর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতের বিচারক ইউসুফ হোসেন। সাথে থাকা পুলিশ কনস্টেবল তপন চন্দ্র ও চালক শিবু চন্দ্র মারাত্মক আহত হন।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও জেলা জজ আদালতের চার বিচারককে নিয়ে একটি মাইক্রোবাস টুঙ্গিপাড়ায় যাচ্ছিলেন। এ সময় মাইক্রোবাসটি লিংরোড থেকে মহাসড়কে উঠতে গেলে বাগেরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক জানান, আহত বিচারকদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।