চট্টগ্রাম: ব্যবসায়ের জগতে ভবিষ্যৎ উদ্যোক্তা তৈরির অন্যতম মাধ্যম বিজনেস ফেয়ার। বিপুল উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বনামখ্যাত ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে ‘টেকসই ব্যবসা; উজ্জ্বল ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৭.০২.২০২৫) অনুষ্ঠিত হয়ে গেলো বিজনেস ফেয়ার-২০২৫।
প্রেসিডেন্সি এডুকেশনের রেক্টর ড. ইমাম হাসান রেজা’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেএফ (বাংলাদেশ) লিমিটেড এর গ্রুপ চীফ ফিন্যান্সিয়াল অফিসার, এম. মনোয়ারুল হক এফসিএমএ।
প্রধান অতিথি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের উদ্যোক্তা, তাদের কচি প্রাণে উঁকি দেওয়া নতুন নতুন আইডিয়াকে উৎসাহ, পরিচর্যা ও সুযোগ সৃষ্টি করে দেওয়ার মাধ্যমেই গড়ে তুলতে হবে আগামীর নিরাপদ পৃথিবী। তিনি মেলায় প্রদর্শিত প্রজেক্টসমূহের মধ্যে স্থানীয় কাঁচামালের ব্যবহার এবং সমসাময়িক চাহিদার নিরিখে টেকসই উন্নয়নকে যেভাবে নিশ্চিত করা হয়েছে তাকে ভবিষ্যৎ বাংলাদেশ তথা পৃথিবীর জন্য উজ্জ্বল সম্ভাবনা বলে অভিহিত করেন।
ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার উদাহরণ দিয়ে তিনি উপস্থিত শিক্ষার্থীদের জীবন চলার পথে নানা প্রতিবন্ধকতায় ভেঙ্গে না পড়ে লক্ষ্যে অবিচল থেকে সাফল্য অর্জনে উৎসাহিত করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসিডেন্সি এডুকেশনের রেক্টর, ড. ইমাম হাসান রেজা, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সহকারী অধ্যাপক, মিসেস শামীমা নাসরিন, সিনিয়র স্কুল উপাধ্যক্ষ, ই.ইউ.এম. ইনতেখাব, ডিরেক্টর (সিপিডি), নন্দন মিত্র প্রমুখ।
বিশ্বখ্যাত ব্যবসায় উদ্যোক্তাদের উদাহরণ দিয়ে বক্তাগণ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, অনেক বড় স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন থেকে চিন্তা এবং চিন্তা থেকে কর্মে রূপান্তর করার মাধ্যমেই এ স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে। ব্যবসায়িক উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে সমাজের জনগণের চাহিদা এবং টেকসই উন্নয়নকে গুরুত্ব দিতে হবে জানিয়ে বক্তাগণ বলেন, এতে মুনাফা অর্জনের পাশাপাশি পরিবেশের ভারসাম্যও সুরক্ষিত হবে। আমরাই আমাদের পরিবেশ ধ্বংস করেছি, এখন আমাদেরকেই এর পুনঃনির্মাণ করতে হবে।
উদ্বোধনের পরপরই দর্শনার্থী-অভিভাবকদের পদচারণায় মুখর হয়ে উঠে মেলা প্রাঙ্গণ। দারুণ উৎসাহে প্রজেক্টগুলো ঘুরে দেখতে দেখা যায় তাঁদের। মেলায় প্রদর্শিত হয় ৩০টি প্রজেক্ট। স্কুলের ব্যবসায় শিক্ষা ও অর্থনীতি বিষয়ের শিক্ষকগণ ছাড়াও বিশেষজ্ঞ বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, তারিক রায়হান, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সহকারী অধ্যাপক, মিসেস শামীমা নাসরিন, ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির প্রভাষক, আলবাব রশিদ চৌধুরী।
মেলায় উপস্থিত ছিলেন, স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আশরাফুল হক খান স্বপন, সদস্য সচিব মোঃ গোলজার আলম (আলমগীর), সদস্যবৃন্দ, উপাধ্যক্ষগণ, অভিভাবক ও শিক্ষকবৃন্দ।
-সংবাদ বিজ্ঞপ্তি