চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, ১৯৭১সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশমাতৃকার টানে আবাল-বৃদ্ধ-বনিতা যুদ্ধে ঝাপিয়ে পড়ে দীর্ঘ নয়মাস যুদ্ধ করে আমাদেরকে এনে দেয় লাল সবুজের পতাকা ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। মুক্তিযোদ্ধারা আমাদের গর্ব, তাদের দেশপ্রেম ও আত্মত্যাগ আমাদের এখনো উজ্জীবিত করে। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার ৫০বছর পূর্তি উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে চসিকের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হবে। এব্যাপারে মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম মহানগর ইউনিটের কমান্ডার মোজাফফর আহম্মদ’র কাছ থেকে মুক্তিযোদ্ধার একটি তালিকা চাওয়া হলে তিনি মহানগর ইউনিটের সদস্যদের তালিকা জমা দেবেন বলে মেয়রকে অবহিত করেন।
এ সময় মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিটের সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, চাঁদগাও থানা কমান্ডার কুতুব উদ্দিন চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা গোলাম নবী উপস্থিত ছিলেন।-
সংবাদ বিজ্ঞপ্তি