Home Third Lead বিজিএমইএ’র ভবিষ্যৎ সম্মিলিত পরিষদ প্যানেল

বিজিএমইএ’র ভবিষ্যৎ সম্মিলিত পরিষদ প্যানেল

*সম্মিলিত পরিষদ পরিচিতি অনুষ্ঠান

*উড়ো চিঠি দিয়ে ভোটে জেতা যায় না

*৪ এপ্রিল বিজিএমইএ ভোট  

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: ‘বাংলাদেশের পোশাক শিল্পের অগ্রযাত্রার রূপকার সম্মিলিত পরিষদ। এ পরিষদেরই রয়েছে ১১ জন সাবেক সভাপতি । এই গৌরব এটাই নির্দেশ করে সম্মিলিত পরিষদ প্যানেলই বিজিএমই’র ভবিষ্যৎ। উড়ো চিঠি দিয়ে ভোটারদের বিভ্রান্ত করে বিজিএমইএ নির্বাচনে জেতা যাবে না। প্রতিটি গার্মেন্টস মালিকরা জানেন বিজিএমইএ’র জন্য কারা কাজ করেছেন। আমাদের দরকার মেনুফেস্টার, উড়ো চিঠি নয়। সুন্দর কথার প্রয়োজন নেই। কাজ দেখানো প্রয়োজন। ‘

আসন্ন বিজিএমইএ নির্বাচন উপলক্ষে শনিবার ( ২৭ মার্চ) রাতে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর মেজবান হলে  ‘সম্মিলিত পরিষদ পরিচিতি’ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

সম্মিলিত পরিষদ চট্টগ্রামের সভাপতি মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিও বার্তায় বক্তব্য রাখেন সম্মিলিত পরিষদের সভাপতি ও বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। আরও বক্তব্য রাখেন  সম্মিলিত পরিষদের সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম, সাবেক মন্ত্রী ও এমপি আনিসুল ইসলাম মাহমুদ,  সাবেক বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, সাবেক সভাপতি ও এমপি শফিকুল ইসলাম (মহিউদ্দিন), সাবেক সভাপতি ও এমপি আবদুস সালাম মুর্শেদি, সাবেক সভাপতি এস এম ফজলুল হক, সাবেক সভাপতি কাজি মনিরুজ্জামান, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কুতুবুউদ্দিন আহমেদ, সাবেক সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুস, সাবেক সভাপতি রেদওয়ান আহমেদ প্রমুখ।

সৈয়দ এম তানভীর’র এর উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী। 

অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, ‘বিজিএমইএ ভবন তৈরির জন্য সম্মিলিত পরিষদ অক্লান্ত পরিশ্রম করে জায়গা বের করেছেন। কিন্তু ফোরাম ওই জায়গায় একটি ইটও বসাতে পারেনি। তাই সম্মিলিত পরিষদকে ভোটের মাধ্যমে নির্বাচনে জয়ী করে বিজিএমইএ’র সুন্দর ও নির্ভরযোগ্য ভবিষ্যত নিশ্চিত করতে হবে।

প্যানেল লিডার জায়ান্ট টেক্সটাইল লিমিটেডের ফারুক হাসান এর নেতৃত্বে সম্মিলিত পরিষদের মোট ৩৫ জন ক্যান্ডিডেট রয়েছেন। এর মধ্যে ফারুক হাসানসহ ঢাকা অঞ্চলে ২৬ জনের মধ্যে আছেন এডামস এপারেলস লিমিটেডের মো. সহিদুল হক মুকুল, ব্রাদার্স ফ্যাশন লিমিটেডের আব্দুল্লাহ হিল রাকিব, ক্লাসিক ফ্যাশন কনসেপ্ট লিমিটেডের মো. শহীদউল্লাহ আজিম, ক্রোণী ফ্যাশন লিমিটেডের নীলা হোসনে আরা, ডেনিম এক্সপার্ট লিমিটেডের মো. মহিউদ্দিন রুবেল, ডিজাইন এন্ড সোর্স লিমিটেডের জাহাঙ্গীর আলম, ডিজাইনটেক্স নীট ওয়ার লিমিটেডের খন্দকার রফিকুল ইসলাম, এনভয় ডিজাইন লিমিটেডের ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী, এনভয় ফ্যাশন লিমিটেডের তানভীর আহমেদ, হামিদ সোয়েটার লিমিটেডের ইন্তেখাবুল হামিদ (অপু), জে.এফ.কে ফ্যাশন লিমিটেডের এম. কফিল উদ্দিন আহমেদ, লায়লা স্টাইলস লিমিটেডের মো. ইমরানুর রহমান, মেসিস গার্মেন্টস লিমিটেডের মো. আশিকুর রহমান (তুহিন), মিসামী গার্মেন্টস লিমিটেডের মিরান আলী, নিপা ফ্যাশন ওয়ার ইন্ডাস্ট্রি লিমিটেডের মো. খসরু চৌধুরী, পশমি সোয়েটার লিমিটেডের মো. মশিউল আজম (সজল), সাদমা ফ্যাশন ওয়ার লিমিটেডের মো. নাসির উদ্দিন, সেহা ডিজাইন (বিডি) লিমিটেডের এস.এম. মান্নান (কচি), স্প্যারো এপারেলস লিমিটেডের শোভন ইসলাম, টর্ক ফ্যাশন লিমিটেডের মুহাম্মদ কামাল উদ্দিন, টি.আর.জেড গার্মেন্টস লিমিটেডের হারুন অর রশিদ, তুসুকা ফ্যাশন লিমিটেডের আরশাদ জামাল (দিপু), ঊর্মি গার্মেন্টস লিমিটেডের আসিফ আশরাফ, ভিনটেজ ডেনিম স্টুডিও লিমিটেডের মো. সাজ্জাদুর রহমান মৃধা (শিপন) ও ইয়ং ফোর এভার টেক্সটাইল লিমিটেডের রাজীব চৌধুরী।’

‘চট্টগ্রাম অঞ্চলে আছেন এ.এস.আর এপারেলস লিমিটেডের এ.এম শফিউল করিম (খোকন), এমহিকো ফেব্রিক্স প্রাইভেট লিমিটেডের এম আহসানুল হক, ফোর এইচ এপারেলস লিমিটেডের মো. হাসান (জ্যাকি), এইচকেসি এপারেলস লিমিটেডের রকিবুল আলম চৌধুরী, লিগ্যাসি ফ্যাশন লিমিটেডের তানভীর হাবিব, এনএলজেড ফ্যাশন লিমিটেডের মো. মেরাজ-ই-মোস্তফা, আরএসবি ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের অঞ্জন শেখর দাশ, টপ স্টার ফ্যাশন লিমিটেডের মো. আবচার হোসেন ও ওয়েল ডিজাইনারস লিমিটেডের সৈয়দ নজরুল ইসলাম।’

আগামী ৪ এপ্রিল বিজিএমইএ’র ৩৫ পরিচালক নির্বাচনে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচিতরা ৬ এপ্রিল সভাপতি ও সাত সহসভাপতি নির্বাচিত করবেন।