Home Second Lead পোশাক রপ্তানির প্রবৃদ্ধি ১৫ শতাংশে নেমে আসার আশঙ্কা

পোশাক রপ্তানির প্রবৃদ্ধি ১৫ শতাংশে নেমে আসার আশঙ্কা

বিজনেসটুডে২৪ ডেস্ক

২০২১ সালে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানিতে ৩০ শতাংশেরও বেশি প্রবৃদ্ধির পর চলতি বছর সেই প্রবৃদ্ধি কমে ১৫ শতাংশে নেমে আসতে পারে বলে আশঙ্কা করছেন পোশাক রপ্তানিকারক মালিক সমিতির নেতারা। গতকাল বুধবার এই সমিতির দুই নেতা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ব্যয় সংকোচনে ঝাঁপিয়ে পড়েছেন। ফলে  দেশগুলোতে পোশাক রপ্তানি কমে আসতে পারে।

বাংলাদেশের মোট রপ্তানির ৮০ শতাংশেরও বেশি তৈরি পোশাক। উল্লেখযোগ্য বিদেশি ক্রেতা ওয়ালমার্ট, গ্যাপ ইনক, এইচঅ্যান্ডএম, ভিএফ করপোরেশন, জারা এবং আমেরিকান ঈগল আউটফিটারের মতো প্রতিষ্ঠান। এদের মধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের আউটলেটগুলোতে পোশাক বিক্রি কমে যাচ্ছে বলে চিহ্নিত করা হয়েছে।

করোনভাইরাস রোধে আরোপিত লকডাউন শিথিল হওয়ার পরে এবং সরকারি প্রণোদনায় ২০২১ সালে তৈরি পোশাক বিক্রি বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সহ-সভাপতি মিরান আলী বলেন, ‘পঞ্জিকা বছরে আমাদের প্রায় ১৫ শতাংশ প্রবৃদ্ধি হওয়া উচিত। এটি একটি সাধারণ বছর হতে চলেছে। গত বছর এটি অস্বাভাবিক ভাবে বেড়েছিল।’