বিজনেসটুডে২৪ প্রতিনিধি
কক্সবাজার: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিজিবি’র সঙ্গে বন্দুকযুদ্ধে এক ইয়াবা পাচারকারি নিহত হয়েছে। আহত হন বিজিবি’র দুই সদস্য।
বুধবার (২০ অক্টোবর) ভোর রাতে বাইশফাঁড়ির সীমান্ত পিলার ৩৫ ও ৩৬/২ এস এর মধ্যবর্তী সীমান্তের শূন্য রেখার ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ দেশিয় তৈরি একনলা বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
নিহত আদহাম (২৩) নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু কোনারপাড়া রোহিঙ্গা শিবিরের আবুল হাসেমের ছেলে।
সত্যতা নিশ্চিত করে কক্সবাজার বিজিবি’র ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, ভোর রাতে বিজিবি’র টহল দলের সঙ্গে পাহাড়ি একটি দলের গোলাগুলি হয়। এক পর্যায়ে জঙ্গলের মধ্য দিয়ে মিয়ানমারের ভিতরে পালিয়ে যায় তারা। পরে ঘটনাস্থল থেকে চল্লিশ হাজার ইয়াবা, একনলা বন্দুক ও দুুই রাউন্ডগুলিসহ গুলিবিদ্ধ এক অজ্ঞাত মাদকপাচারকারিকে উদ্ধার করা হয়। চিকিৎসার জন্য উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত বিজিবি সদস্যদের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন বলে জানান এই কর্মকর্তা।
তিনি বলেন, গুলিবিদ্ধ পাচারকারিকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার নাম ও ঠিকানা পাওয়া যায়। এ ব্যাপারে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।