বিজনেসটুডে২৪ প্রতিনিধি
খাগড়াছড়ি: আসন্ন জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশের মতো তিন পার্বত্য জেলায় ১২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ শুক্রবার এসব বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, তিন পার্বত্য জেলার মধ্যে সবচেয়ে বেশি বিজিবি বান্দরবানে মোতায়েন করা হয়েছে। সেখানে ৫০ প্লাটুন বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া রাঙামাটিতে ৪৫ প্লাটুন ও খাগড়াছড়িতে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর আওতায় ২৯ ডিসেম্বর থেকে আগামী ১০ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত সারা দেশের নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।
গত ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে তিন পার্বত্য জেলার বান্দরবানে দুজন, রাঙামাটিতে তিনজন ও খাগড়াছড়িতে চারজন প্রার্থী নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন। ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচার চালাতে পারবেন তাঁরা। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।
পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৫৪ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
২৯ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে ৫ প্লাটুন বিজিবি সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য মোতায়েন করা হয়।
৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আসাদুজ্জামান (পিএসসি জি, আর্টিলারি) বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, নির্বাচন পরবর্তী অত্র এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আগামী ১০ জানুয়ারি পর্যন্ত বিজিবি মোতায়েন রাখা হবে।