বিজনেসটুডে২৪ ডেস্ক
শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বিডি ফিন্যান্স লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও ৬ শতাংশ বোনাস।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত হিসাব বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৮০ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ১২ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২০ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৭ টাকা ৮৬ পয়সা।
আলোচিত বছরে সমন্বিতভাবে ক্যাশ ফ্লো ছিল ৩ টাকা ৭৯ পয়সা। আগের বছর তা ছিল ১ টাকা ০৯ পয়সা।
আসছে ৩১ মার্চ ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ মার্চ।