বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন,শুধু কর আহরণই আমাদের মুখ্য বিষয় নয়। স্থানীয় শিল্পের বিকাশ, পরিবেশ সুরক্ষা, কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা অনেক বিষয় বিবেচনা করা হয়।
তিনি বলেন, আমরা কি ভারত ও মিয়ানমারের পেঁয়াজের ওপর নির্ভরশীল থাকব? স্বনির্ভরতা অর্জন করব না? যদি অন্যের ওপর নির্ভর করি তাহলে ফুড সেফটি থাকবে?
বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে চেম্বার আয়োজিত ২০২১-২২ অর্থবছরের প্রাক-বাজেট মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আরও বলেন, রাজস্ব আদায়ে স্বচ্ছতা নিশ্চিত ও হয়রানি বন্ধে অটোমেশন চালু হয়েছে। রাজস্ব আদায়ের পাশাপাশি এনবিআর দেশে ব্যবসা বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে। আমরা দেশের উন্নয়নে কাজ করছি।
এনবিআর চেয়ারম্যান বলেন, ফিনিশড প্রডাক্টে কর বসানো হয় দেশি শিল্পকে সুরক্ষা দিতে। কর নির্ধারণে আন্তর্জাতিক কিছু চুক্তির কারণে বাধ্যবাধকতা আছে ৷ সোডিয়াম সালফেট আমদানি সীমিত করতে শিল্প মন্ত্রণালয়কে দায়িত্ব নিতে হবে। লবণ চাষিদের রক্ষায় সেভাবে ইমপোর্ট পারমিট দিতে হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম।
চট্টগ্রাম বন্দরের সদস্য (অর্থ) মো. কামরুল আমিন বলেন, বন্দরের সক্ষমতা বেড়েছে। আমরা সর্বোচ্চ সেবা দিতে চেষ্টা করছি। ৯ হাজার টিইইউস পণ্য নিলামের অপেক্ষায় আছে। এগুলো দ্রুত নিলাম করলে বন্দরে জট কমবে। রপ্তানি কনটেইনারের জন্য ৪টি স্ক্যানার বসানোর কথা। আইএসপিএস কোড কমপ্লায়েন্সের জন্য এটি দরকার।
সভায় এনবিআরের সদস্য মো. আলমগীর হোসেন, সৈয়দ গোলাম কিবরিয়া, মাসুদ সাদিক, কাস্টম হাউসের কমিশনার মো. ফখরুল আলম, কর কমিশনার সৈয়দ আবু দাউদ, ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন, এনবিআরের বিভিন্ন উইংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজিএমইএ, বিকেএমইএ, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন, বিভিন্ন চেম্বারসহ বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা, করপোরেট গ্রুপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চেম্বারের সভাপতি মাহবুবুল আলম আশা করেন যে , সামনের বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে।
সভায় এনবিআরের সদস্য মো. আলমগীর হোসেন, সৈয়দ গোলাম কিবরিয়া, মাসুদ সাদিক, কাস্টম হাউসের কমিশনার মো. ফখরুল আলম, কর কমিশনার সৈয়দ আবু দাউদ, ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন, এনবিআরের বিভিন্ন উইংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজিএমইএ, বিকেএমইএ, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন, বিভিন্ন চেম্বারসহ বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা, করপোরেট গ্রুপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।