বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) উদ্যোগে গতকাল সোমবার থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হয়েছে বিনিয়োগ সম্মেলন।
ইউরোপে বসবাসরত বাংলাদেশি ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে আগামী ২৫ অক্টোবর টুলুস শহরে অনুষ্ঠিত হবে পরবর্তী রোডশো। এরপর ৩০ অক্টোবর জার্মানির বার্লিন ও ১ নভেম্বর ফ্রাঙ্কফুর্ট এবং ৩ নভেম্বর বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত হবে বিনিয়োগ সম্মেলন।
এসব সম্মেলনে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ-সুবিধা, উন্নয়ন কর্মকা-, বিনিয়োগবান্ধব সরকারি নীতি, সার্বিক আর্থিক পরিস্থিতি এবং এফডিআইয়ের বিষয়ে বাংলাদেশ সরকারের সহযোগিতা অতিথিদের সামনে তুলে ধরা হবে। বিশেষ করে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীদের সরাসরি শেয়ারবাজারে বিনিয়োগের কৌশল ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানানো হবে।
ইউরোপের আগে বিশ্বের কয়েকটি অঞ্চলে বিনিয়োগ সম্মেলন আয়োজন করা হয়েছে। দুবাই দিয়ে এর শুরু হয়। পরে ধারাবাহিকভাবে যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, কাতার, জাপান এবং দক্ষিণ আফ্রিকায় সফল রোডশো সম্পন্ন করে বিএসইসি। ৭টি দেশে এই ১২টির বেশি শহরে এসব আয়োজন করা হয়েছে। এ ছাড়া আগামীতে সিঙ্গাপুর, কানাডা, রাশিয়া, ইতালি, হংকং, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে রোডশো আয়োজনের পরিকল্পনা রয়েছে।