বিজনেসটুডে২৪ ডেস্ক: মাধুরী দীক্ষিত আজও রূপে-গুণে দশ গোল দিতে পারেন বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের। তাঁর রূপে মাথা ঘুরে যেতো বলিউড নায়কদেরও।
একসময়ে বি-টাউনে দাঁপিয়ে বেড়িয়ে বিনোদ খান্না। বলিউডের অভিনেত্রীদের সঙ্গে তাঁর কেমিস্ট্রি সকলের মনেই দাগ কেটেছে। এমনকী রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়ে পরিচালকের কাট বলার পরও উদ্দাম চুমুতে মত্ত হয়েছিলেন বিনোদ খান্না। এর সাক্ষী ছিলেন মাধুরী।
‘দয়াবান’ ছবিতে মাধুরী দীক্ষিত ও বিনোদ খান্না ছবির ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ের সময় এতটাই বুদ হয়েছিলেন যে চুমু খেতে খেতে মাধুরীর ঠোঁট কামড়ে দিয়েছিলেন অভিনেতা। ছবির জনপ্রিয় গান’ আজ ফির তুমপে প্যায়ার আয়া হ্যায়’-র শুটিংয়ে বিনোদ খান্না মাধুরীর ঠোঁটে চুমু খাওয়ার দৃশ্যে পরিচালক ‘কাট’ বলার পরেও নিজেকে সামলাতে পারেননি তিনি। ঘটিয়েছিলেন এই অঘটন।
শুধু মাধুরী নন ডিম্পল কাপাডিয়ার সঙ্গে ‘প্রেম ধর্ম’ ছবির শুটিংয়েও একই কাণ্ড ঘটিয়েছিলেন বিনোদ খান্না। ছবির একটি দৃশ্যে ডিম্পলকে চুমু খেতে এতটাই ব্যস্ত ছিলেন তিনি যে পরিচালকের ‘কাট’- শুনতেই পাননি। বলিউডের অন্দরে এখনও চলে এই চর্চা।