বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সাতকানিয়া ( চট্টগ্রাম): চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগড়ায় চুনতি-জাঙ্গালিয়ার সেই বিপজ্জনক বাঁকে আজ বুধবার আবারও পথ দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। যাত্রীবাহী বাসের সঙ্গে দুটিমাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটেছে সকাল সাড়ে ৭টার দিকে।
একই স্থানে ঈদের দিন সোমবার দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হন। মঙ্গলবার সেখানে দুইটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৮ জন আহত হন।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী রিলাক্স পরিবহনের যাত্রীবাহী একটি বাস চুনতি জাঙ্গালিয়া এলাকার মহাসড়কের একটি বাঁকে আসে। তখন চালক ‘হার্ড ব্রেক’ করতে গেলে বাসটির সামনের অংশ ঘুরে যায়। এতে বাসটি মহাসড়কে আড়াআড়ি হয়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা কক্সবাজারগামী দ্রুতগতির একটি মাইক্রোবাসের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। মুহূর্তেই কক্সবাজারগামী দ্রুতগতির আরেকটি মাইক্রোবাস দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে। মাইক্রোবাসের সাত যাত্রী ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত হন ছয়জন। এদের মধ্যে ৩ জন হাসপাতালে মারা গেছেন। এই তিনজনের মধ্যে একজন মারা যান লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অন্য দুজন মারা যান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান দুর্ঘটনায় হতাহতের খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।