Home Second Lead ফাঁড়া কেটে গেছে, শাহরিয়ার জাহানের পণ্য খালাস শুরু

ফাঁড়া কেটে গেছে, শাহরিয়ার জাহানের পণ্য খালাস শুরু

এমভি শাহরিয়ার জাহান। ছবি: সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

খুলনা: মঙ্গলবার রাতে সুন্দরবনের কাছে চরে আটকে যাওয়া বাল্ক ক্যারিয়ার এমভি শাহরিয়ার জাহান বুধবার দিনের প্রথম জোয়ারে সরিয়ে আনা হয়েছে। জাহাজ থেকে লাইমস্টোন খালাস শুরু হয়েছে।

বাংলাদেশ পতাকাবাহী জাহাজটি ভিয়েতনাম থেকে লাইমস্টোন নিয়ে অর্ধেক খালাস করে চট্টগ্রামে। ৩১ মে বাকি পণ্য নিয়ে চলে আসে মোংলায়। হাড়বাড়িয়ার দু’নম্বরে পৌঁছে খালাস চলছিল। জানা যায়, রাতে স্বল্প সময়ের ঝড়ের কবলে পড়ে শাহরিয়ার জাহান সুন্দরবনের একেবারে কাছে চরে গিয়ে আটকে পড়ে। মোংলা বন্দরের টাগ শিবসা গিয়ে পৌঁছে ৫ বার চেষ্টা চালিয়ে চর থেকে নামিয়ে আনতে ব্যর্থ হয়। এ অবস্থায় বুধবার দিনের প্রথম জোয়ারের জন্য অপেক্ষায় ছিল।

বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ফখরউদ্দিন বলেন, ঝড়ের কবলে পড়ে চরে উঠে যাওয়া জাহাজটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

জাহাজটির মালিক চট্টগ্রামের কবির গ্রুপ ( কেএসআরএম ) এর সিইও ক্যাপ্টেন মেহেরুল করিম-এর সাথে যোগাযোগ করা হলে জানান, ইতিমধ্যে জাহাজটি নিরাপদে সরিয়ে আনা হযেছে। কোন রকম ক্ষয়ক্ষতি হয়নি। পণ্য খালাসও শুরু হয়েছে।