Home অন্যান্য বিবিরহাটে ক্যাবের মানববন্ধন

বিবিরহাটে ক্যাবের মানববন্ধন

“নিজে ভাল থাকি, সবাইকে ভালো রাখি” শ্লোগানে “ঘরের বাইরে মাস্ক পরি, বিপদমুক্ত ও নিরাপদ থাকি” দাবিতে মানববন্ধনের আয়োজন করেন আইবিপি ফুড সেফটি প্রকল্প, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম।

(১৯ সেপ্টেম্বর) শনিবার নগরীর পশ্চিম ষোলশহরের বিবির হাটে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন বক্তা গণপরিবহন ও বাজারে মাস্ক পরা বাধ্যতামুলক করার আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা সৃষ্টির তাগিদ দিয়েছেন।

তারা বলেন অনেকেই মনে করছেন করোনা বাংলাদেশ থেকে চলে গেছে। ফলে করোনা সংক্রান্ত সুরক্ষা ছাড়াই ঘরের বাইরে গণপরিবহন ও বাজারে যাচ্ছেন। যার ফলে করোনার ঝুঁকিতে পুরো সমাজ আতংকিত। তাই গণপরিবহনে মাস্ক ছাড়া যাত্রী না তোলা ও হাট, বাজার ও দোকানে মাস্ক ছাড়া বিক্রি না করার বিষয়টি কঠোরভাবে মেনে চলার জন্য স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানানো হয়।

ক্যাব ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড সভাপতি অধ্যাপক এবিএম হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও ক্যাব পশ্চিম ষোলশহর ওয়ার্ড কমিটির সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম দক্ষিন জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান। –

সংবাদ বিজ্ঞপ্তি