বিজনেসটুডে২৪ প্রতিনিধি
রাজশাহী: ট্রাকে করে নিয়ে আসা হলো আলুখেতে পড়ে যাওয়া প্রশিক্ষণ বিমানটি। লালপুর থেকে বিমানটি উদ্ধার করে নওহাটা বিমান বন্দরে নিয়ে আসা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ওসি রাকিবুল হাসান।
তিনি বলেন, বুধবার (১৭ মার্চ) রাত ৮টার দিকে বিমানটি উদ্ধার করে ট্রাকে তুলে নিয়ে যায় কর্তৃপক্ষ। এর আগে তদন্ত কমিটি পর্যবেক্ষণ করে। পর্যবেক্ষণের দ্বারা তারা ঘটনা সম্পর্কে প্রাথমিকভাবে জানার চেষ্টা করেছেন।
মঙ্গলবার (১৬ মার্চ) তানোরে দুর্ঘটনার কবলে পড়ে ছেচনা-১৫২ মডেলের এই বিমানটি। দুর্ঘটনার কবলে পড়া বিমানটি সম্পূর্ণ উল্টো হয়ে আলুখেতে পড়ে। বিমানে বাংলাদেশ ফ্লাইং ক্লাবের রাজশাহীর প্রশিক্ষক কর্নেল (অ.) ক্যাপ্টেন মাহফুজ আহম্মেদ ও প্রশিক্ষণার্থী ক্যাডেট মো. নাহিদ হাসান নয়ন ছিলেন। দুর্ঘটনায় পড়লেও তারা দু’জনই সুস্থ আছেন।