Home আকাশপথ যুক্তরাষ্ট্রে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, কেউ বেঁচে নেই

যুক্তরাষ্ট্রে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, কেউ বেঁচে নেই

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক:যুক্তরাষ্ট্রের মিনেসোটার একটি আবাসিক এলাকায় ছোট একটি বিমান বিধ্বস্ত হয়েছে। গতকাল শনিবার দুপুরে এই দুর্ঘটনায় বিমানের সব যাত্রী নিহত হয়েছেন, তবে বাড়ির ভেতরে কেউ মারা যাননি। খবর: বিবিসি।

বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, আইওয়া থেকে মিনেসোটার দিকে যাচ্ছিল বিমানটি। স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে এটি ব্রুকলিন পার্কের একটি বাড়িতে আছড়ে পড়ে এবং আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও বাড়িটি পুরোপুরি পুড়ে যায়।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) দুর্ঘটনার কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। তদন্তকারীরা আজ রবিবার ঘটনাস্থলে যাবেন এবং বিমানের ধ্বংসাবশেষ পরীক্ষা করবেন।

ব্রুকলিন পার্কের ফায়ার চিফ শন কনওয়ে জানান, প্লেন বিধ্বস্ত হওয়ার পরেই আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসন ও জরুরি সেবাদানকারীদের দ্রুত পদক্ষেপের জন্য গভর্নর টিম ওয়াল্টজ কৃতজ্ঞতা জানিয়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রে একাধিক প্লেন দুর্ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ফেডারেল এভিয়েশন সংক্রান্ত বাজেট কাটছাঁট ও নিরাপত্তা কর্মী ছাঁটাইয়ের পেছনে দায়ী হতে পারে।

ব্রুকলিন পার্ক মিনেসোটার একটি শান্তিপূর্ণ উপশহর, যেখানে প্রায় ৮২ হাজার মানুষ বাস করেন। এই ঘটনায় স্থানীয়রা শোকস্তব্ধ।