বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: অবশেষে বিমা খাতের শেয়ারের পালে যেন হাওয়া লেগেছে। বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ( ডিএসই )তে েএই খাতের ৫২ টি কোম্পানির ১৬৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার তা ছিল প্রায় ৬৩ কোটি টাকা।
দীর্ঘদিন ঝিমিয়ে থাকার পর বুধবার এই খাতের উত্থান হয়েছে। এই খাতের ৫২টি কোম্পানির মধ্যে ৫১টিরই দাম বেড়েছে। কমেছে কেবল একটির। সেটা জীবন বিমা খাতের। শেয়ারপ্রতি সেটার দর কমেছে ৯০ পয়সা।
সাধারণ ও জীবন বিমা নিয়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা মোট ৫২টি। এর মধ্যে দর বেড়েছে ৫১টিরই। জীবন বিমা খাতের একটিমাত্র কোম্পানি শেয়ারপ্রতি ৯০ পয়সা দর হারিয়েছে।
চলতি বছরের মার্চের তৃতীয় সপ্তাহ থেকে পুঁজিবাজারে বিমা খাতের শেয়ারের দর বাড়তে শুরু করে। দু’একদিন কারেকশন হলেও পুনরায় ঊর্ধ্বমুখী অবস্থায় ফিরে। এভাবে দর বেশ বৃদ্ধি পায়। তারপর সেই যে ঝিমিয়ে পড়লো তাতে এই খাতের বিনিয়োগকারিদের হতাশার শেষ ছিল না। বুধবারের উত্থানে তারা কিছুটা হলেও সন্তুষ্ট। অবশ্য এই খাতের শেয়ারের দীর্ঘমন্দায় কোন কোনটার দরে ৪০ শতাংশের বেশি সংশোধন হয়েছে।এই পরিস্থিতিতে অনেক প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারিদের মধ্যে নতুনভাবে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তার জেরে উর্ধগতি বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। বিমা খাতের কোম্পানিগুলো স্বল্প মূলধনের।