বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: পুঁজিবাজারে বিমা খাতের দাপট চলছেই। বুধবার টপ টুয়েন্টিতে ১৪টিই ছিল এই খাতের।
টপ টুয়েন্টিতে থাকা এই খাতের কোম্পানিগুলোর মধ্যে রয়েছে নিটোল ইন্স্যুরেন্স, পাইওনিয়ার, নর্দার্ন, এশিয়া-প্যাসিফিক, রিলায়েন্স, সোনারবাংলা, প্রভাতী, গ্লোবাল, বাংলাদেশ ন্যাশনাল, রিপাবলিক, মার্কেন্টাইল, সন্ধানী এবং ইসলামিক ইন্স্যুরেন্স।
বিমা খাতের কিছু কোম্পানির শেয়ারদর বাড়তে বাড়তে সার্কিট ব্রেকারের কাছে পৌঁছে যায়। তাতে অন্য খাতের শেয়ার কিনতে আগ্রহ হারায় বেশির ভাগ বিনিয়োগকারী। ঢাকা স্টক এক্সচেঞ্জ ( ডিএসই ) তে ৩৪২ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪২টির। দাম কমেছে ১০৯টির। ৯১টির দর ছিল অপরিবর্তিত।
ডিএসইতে ৬৭১ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তা মঙ্গলবারের চেয়ে ৬৮ কোটি ২৯ লাখ টাকা কম। ৬০২ কোটি ৭৪ লাখ টাকার লেনদেন হয়েছিল মঙ্গলবার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) লেনদেন হয়েছে ১২ কোটি ৭৪ লাখ টাকার। চট্টগ্রামে হাত বদল হওয়া ২৪০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৬টির। কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির দর।