Home ব্যাংক-বিমা দুদিনের বিমা মেলা বরিশালে

দুদিনের বিমা মেলা বরিশালে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা:বরিশালে দুদিনের বিমা মেলা শুরু হচ্ছে আগামী ২৪ নভেম্বর। বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি অনলাইনে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মেলায় দেশের সব বিমা কোম্পানির অংশগ্রহণ বাধ্যতামূলক করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এছাড়াও মেলা শুরুর আগেই সব লাইফ ও নন-লাইফ বিমা কোম্পানিকে বরিশাল বিভাগের সব বিমা দাবি নিষ্পত্তি করার নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিমা দাবি পরিশোধ উৎসাহিত করার লক্ষ্যে গ্রাহকদের মধ্যে চেক বিতরণ, বীমা সম্পর্কিত ডকুমেন্টারি, থিম সং, নাটক প্রভৃতি প্রচার-প্রচারণার লক্ষ্যে ডিসপ্লে বোর্ড স্থাপন করার নির্দেশ দিয়েছে আইডিআরএ।

২০১৯ সালে খুলনায় বিমা মেলা অনুষ্ঠিত হয়। কভিড-১৯ অতিমারীর কারণে বিগত দু’বছরে আর কোনো  মেলা আয়োজন করা সম্ভব হয়নি। চলতি বছরের জানুয়ারি ও জুন মাসে মেলা আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হলেও পরে তা বাতিল করা হয়।