Home বিনোদন তৃতীয়বার বিয়ের পিঁড়িতে অভিনেতা মিলন

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে অভিনেতা মিলন

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ছোট ও বড় পর্দার প্রশংসিত অভিনেতা আনিসুর রহমান মিলন ফের বিয়ে করলেন।  ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের একটি হোটেলে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে  বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। মিলনের স্ত্রীর নাম তানিয়া শারমীন শিপা।

ফের নবজীবনের অনুভূতি জানিয়ে আনিসুর রহমান মিলন বলেন, তার বর্তমান স্ত্রী একটি মেডিকেল কলেজের হল প্রভোস্ট। এ সিদ্ধান্ত নেওয়ার পেছনে মূল কারণ হচ্ছে তার ছেলে মিহরান।

তিনি বলেন, ‘আমার পরিবার থেকে আম্মা তার সন্তানকে নিয়ে যেমন চিন্তা করছে, তেমনি আমার সন্তান নিয়ে আমি চিন্তা করছি। সেখান থেকে আমার মনে হয় আলহামদুলিল্লাহ, আমাদের সবার সিদ্ধান্ত হয়তো একটি ঠিক জায়গায় নেওয়া হয়েছে। আমি হ্যাপি, আমার এখন দুটি সন্তান। আমার নিজের সন্তান এবং পরেরটাও আমার নিজের সন্তান। আমার স্ত্রীর একটি ছেলে আছে, ওর নাম রাইয়ান আর আমার ছেলের নাম মিহরান।’

অভিনেতার প্রথম স্ত্রীর নাম ছিল লুসি গোমেজ। ১৯৯৯ সালে তাদের বিয়ে হয় এবং ২০১৩ সালে দীর্ঘ দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটে। দ্বিতীয় স্ত্রী পলি আহমেদ। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর ২০২২ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আনিসুর রহমান মিলন ১২ বছর বয়সে অভিনয় জীবন শুরু করেন ‘আর্তনাদ থিয়েটারে’ যুক্ত হয়ে। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।