Home পরিবেশ বিরল হলুদ কচ্ছপ

বিরল হলুদ কচ্ছপ

ভুবনেশ্বর: ওড়িশার রাজধানী ভুবনেশ্বর থেকে ১৯৬ কিলোমিটার দূরে বালাসোর জেলার একটি গ্রামের বাসিন্দারা রবিবার সাক্ষী থাকলেন এক অনন্য দৃশ্যের। তাঁরা দেখতে পেলেন একটি কচ্ছপ, যা কিনা পুরোটাই হলুদ।

একজন বন্যপ্রাণী অধিকর্তা জানিয়েছেন এটি একটি বিরল খোঁজ। সংবা সংস্থা এএনআইকে দেওয়া স্বাক্ষাতকারে বন্যপ্রাণী ওয়ার্ডন ভানুমিত্রা আচার্য বলেছেন, “এটির পিঠের খোল ও পুরো দেহটাই হলুদ রঙের। এটি একটি বিরল কচ্ছপ। আমি এর আগে কখনও দেখিনি।”

রবিবার বালাসোর জেলার সুজনপুর গ্রাম থেকে স্থানীয়রা এই হলুদ কচ্ছপটিকে উদ্ধার করে। এরপর বন বিভাগের কর্মকর্তাদের ডেকে কচ্ছপটি তাঁদের হাতে তুলে দেওয়া হয়।

সুশান্ত নন্দ নামে বন বিভাগের এক কর্মকর্তা টুইটারে লিখেছেন, “”সম্ভবত এটি একটি অ্যালবিনো”। পাশাপাশি তিনি জানিয়েছেন, সিন্ধুতে এমন একটি কচ্ছপ পাওয়ার কথা কয়েক বছর আগে সামনে এসেছিল। তাঁর শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে কচ্ছপটি একটি পাত্রে রাখা জলে সাঁতার কাটছে। টুইটারে বহু মানুষ বলছেন, তাঁরা এমন কচ্ছপ আগে দেখেননি।