বিজনেসটুডে২৪ ডেস্ক
এভাবে কেউ কোনওদিন দেখেনি বিরাট কোহলিকে। বাবা মারা গিয়েছিলেন, তিনি দিল্লির কোটলায় রঞ্জি ম্যাচ খেলতে নেমে গিয়েছিলেন। জিতিয়েছিলেন সেই ম্যাচ।
সেই বিরাটের অন্য রূপ দেখল শারজাহ। তিনি সবার সামনে কাঁদবেন, কেই বা ভাবতে পারেন।সেটাই ঘটেছে বিরাট কোহলির ক্ষেত্রে। তাঁর কান্না দেখে সারা ভারতের চোখ ভিজে গিয়েছে। কোহলি মানেই রূপকথা, তাঁর ক্যারিশমা টানছে পুরো ভারতীয় ক্রিকেটকে। তিনি কাঁদবেন, বাকিরা হাসবে, হয়? হতেই পারে না।
কেকেআর জিততে পারে, কিন্তু কোহলির কান্না মনে রাখবে ভারতীয় কেন, বিশ্ব ক্রিকেটও। এই জন্যই মনে হয় অনুষ্কার শর্মার অবদান রয়েছে। তিনি বিরাটকে মাটির কাছে নিয়ে এসেছেন।
তিনি ব্যাটসম্যান হিসেবে অনেককিছু দিয়েছেন দেশকে। কিন্তু দলের নেতা হিসেবে তেমন পারেননি। সৌরভ গঙ্গোপাধ্যায় বারবার বলেছেন, আইসিসি ট্রফি জিততে হবে। কেন বলেছেন, সেটি আরও একবার বোঝা গেল।
আইপিএলে টানা ব্যর্থতা, তিনিই সরে গিয়েছেন অধিনায়ক পদ থেকে। পরেরবার অন্য নেতা। কিন্তু আরসিবি-কে কিছু দিতে পারলেন না। রাজাও ফকির হয় একদিন।
সেই কষ্টের কারণেই তিনি মাঠেই প্রকাশ্যে কাঁদতে থাকেন। এটাই এক পেশাদার ক্রিকেটের সেরা বিজ্ঞাপন। সেই কারণেই মেসিরা কাঁদেন, নেমাররা হতাশ হন।
ম্যাচ শেষে বিরাট জানিয়েছেন, আমি চেষ্টার ত্রুটি রাখিনি ক্যাপ্টেন হিসেবে। কিন্তু সবটা তো জীবনে হয় না, আমিও ব্যর্থ হয়েছি। তবে ক্রিকেটার হিসেবে নিজের সেরাটা দিয়ে যাব। আমি ১২০ শতাংশ দিয়েও পারিনি, সেই চেষ্টা ভবিষ্যতেও থাকবে।