বিজনেসটুডে২৪ প্রতিনিধি
খুলনা: বিরানি ৩০ টাকা প্যাকেট। বিরানিতে মাংসও আছে। আর কম দামে মাংসের বিরানি মাইকিং করে ইজিবাইক থেকে বিক্রি হয়েছে খালিশপুর, দৌলপুরসহ বিভিন্ন এলাকায়। তবে, না জেনে মানুষ গরুর মাংসের বিরানি মনে করে ৩০ টাকায় মানুষ যা খেয়েছে তা ছিল আসলে কুকুরের মাংসের বিরানি।
কুকুরের মাংসের বিরানির কারবার চলছিল মাসখানেক ধরে। খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টটিউিটের পরিত্যক্ত একটি ভবনের ভিতরে চলছিল এই কারবার। বুধবার বিকালে একটি কুকুর নিয়ে ওই ভবনে চার জনকে ঢুকতে দেখেন স্থানীয়রা। তাদের পিছু নেন । গিয়ে দেখেন , কুকুরটিকে জবাই করে মাংস কাটার প্রস্তুতি চলছে। অবিলম্বে তারা পুলিশকে খবর দেন।
খালিশপুর থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, পুলিশ সেখানে গিয়ে কুকুরের মাংস বিক্রি চক্রের মৃলহোতাসহ চার সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ । অনেকগুলো কুকুরের চামড়া ও হাড় এবং মাংস উদ্ধার করা হয়েছে। আটককৃতদের মধ্যে তিনজন কিশোর । তারা সবাই ওই ইনস্টটিউিটের আশপাশের এলাকায় বসবাস করেন। আটককৃতরা হলেন চক্রের মূলহোতা নগরীর খালিশপুরস্থ ডলার হাউজ মোড় এলাকার লিংরোডের হাওলাদারের ছেলে অষ্টম শ্রণেীর ছাত্র তাজ (১৬), খালিশপুর বঙ্গবাসী মোড় এলাকার নর্থ জোন-২৩ এর হাবিবুর রহমানের ছেলে মোঃ আবু সাইদ (৩৭), ২নং নেভিগিটের এলাকার কুতুব আলীর ছেলে মোঃ সিয়ম (১৬), চরের হাট এলাকার শোভন সরদারের ছেলে প্রেম সরদার (১৬)। চক্রের সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। থানায় মামলা হয়েছে। ধৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।