বিরামপুর ( দিনাজপুর ): দিনাজপুর-ঢাকা মহাসড়কে কলেজ বাজার এলাকায় একটি ফুট ওভারব্রিজের অভাবে শিক্ষার্থী ও পথচারিদের পারাপারে প্রতিদিন চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।
দিনাজপুর-ঢাকা মহাসড়কটি বিরামপুর উপজেলা সদরে ব্যস্ততম সড়ক। এর ওপর দিয়ে অহরহ যানবাহন চলতে থাকে। দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন ভারী যানবাহন চলাচল করে। মহাসড়কে নেই ফুটপাত, রোড ডিভাইডার। নেই জেব্রা ক্রসিং। এ অবস্থায় পথচারীদের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হয়। জীবনকে বিপদাপন্ন করে মহাসড়কে আড়াআড়িভাবে পাড়ি দিতে হয়। বিশেষত কোমলমতি শিক্ষার্থীদের জন্য সড়ক পার হয়ে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া অত্যন্ত সংকটের। সরেজমিনে গিয়ে দেখা যায়, কিছু সময় পর পর হাত উঁচিয়ে গাড়ি থামিয়ে শিক্ষার্থী ও পথচারীরা রাস্তা পার হচ্ছে। প্রায়ই সৃষ্টি হয় অনাকাঙ্ক্ষিত যান ও মানব জটলা। গাড়ি না থামলে দৌড়ে রাস্তা পার হচ্ছেন অনেকেই। মহাসড়কে টিএন্ডটি থেকে বটতলা মোড় পর্যন্ত দু’পাশে রয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। এগুলোর মধ্যে সড়কের একদিকে রয়েছে আদর্শ হাইস্কুল, আইডিয়াল স্কুল, ভোকেশনাল ইনস্টিটিউট, কেজি ও প্রাইমারি স্কুল। অন্যদিকে রয়েছে কলেজিয়েট স্কুল, প্রাইমারি স্কুল, হাইস্কুল, আমানুল্লাহ হাইস্কুল ও প্রাইমারি স্কুল। এসব প্রতিষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী।
পথচারী এবং ছাত্র-ছাত্রীদের নিরাপদে মহাসড়ক ক্রসিংয়ের জন্য কলেজ বাজার এলাকায় একটি ফুট ওভারব্রিজের দাবি দীর্ঘদিনের। দুর্ভোগ লাঘবে পৌর কর্তৃপক্ষ এ ব্যাপারে জরুরি ভিত্তিতে উদ্যোগ নেবে বলে আশা করছেন এলাকাবাসী।