বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: বিলবোর্ড এবং তোরণ নির্মাণের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সিটি প্রশাসক খোরশেদ আলম সুজন।
বলেছেন, এ ব্যাপারে কর্পোরেশনের নিষেধাজ্ঞা রয়েছে। কেউ তা অমান্য করলে ফৌজদারি মামলা করা হবে।
নগরীর কোথাও নতুন করে আর বিলবোর্ড স্থাপন করা যাবে না। অনুমতি না নিয়ে কোথাও তোরণ তৈরি করা যাবে না। নিষেধাজ্ঞা অমান্য করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সুন্দর ও পরিচ্ছন্ন নগর প্রতিষ্ঠায় নগরবাসীর সহযোগিতা কামনা করেন সিটি প্রশাসক।