ডি এন রাকেশ
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
বিলোনিয়া ( ত্রিপুরা ) ভারত
পৃথিবীর প্রতিটি মায়ের ভাষা অমর হোক। এই ভাবনাকে পাথেয় করেই প্রতিবছর ভারতের ক্ষুদ্র প্রান্তিক শহর বিলোনিয়াতেও পালিত হয় অমর শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবারও পালন করা হয়েছে যথাযোগ্য মর্যাদায়।
অনুষ্ঠানের মূল উদ্যোক্তা বিলোনিয়া প্রেস ক্লাব। বিগত ১৩ বছর ধরে প্রেসক্লাব শহীদ দিবস পালন করে আসছে।
এবারে মূল আয়োজনে ছিল মুহুরি ঘাট ইন্দো বাংলা সীমান্ত শুল্ক দপ্তর লাগোয়া বিকেআই কর্নারে তৈরি ভাষা শহীদ স্মৃতি সৌধে শ্রদ্ধাজ্ঞাপন, সন্ধ্যায় ভারত-বাংলার শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক মেলবন্ধন। বাড়তি মাত্রা যোগ করে ভারতের সংগীত জগতের কিংবদন্তী দুই সংগীত শিল্পী হৈমন্তী শুক্লা ও শ্রীকান্ত আচার্যীর সঙ্গে একই মঞ্চে বাংলাদেশের নতুন প্রজন্মের লোক শিল্পী সুবর্ণা রহমানের গান । চট্রগ্রামের এই শিল্পী শুধু গানই গাইলেন না, একসাথে শচীন দেব্ বর্মন অডিটোরিয়ামে উপস্থিত হাজার মানুষের মনও জয় করে নিলেন নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গীমায়।
শিল্পী সুবর্না রহমান ও তার স্বামী বাচিক শিল্পী শাওন পান্থ এইবারই প্রথম বিলোনিয়ায় এসেছিলেন। এটাই ছিলো তাদের প্রথম অভিজ্ঞতা। শিল্পী দম্পতি তাদের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জানান, ‘বাংলাদেশর বাইরেও ভাষা শহীদের এইরকম ভাবে সম্মান করা হয়, শ্রদ্ধা জানানো হয় তা জানা ছিলো না।’
বাংলাদেশের শিল্পীর পরেই মঞ্চে সংগীত পরিবেশন করেন পশ্চিম বাংলার সংগীত শিল্পী হৈমন্তী শুক্লা ও শ্রীকান্ত আচার্য।
অনুষ্ঠানে ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক, বিধায়ক অরুন চন্দ্র ভৌমিক সহ দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা শাসক সহ অন্য আধিকারিকরা।
উপচে পড়া ভিড় আর দর্শকদের একরাশ প্রত্যাশা নিয়েই রাত সাড়ে এগারোটার পর শেষ হয় দুই বাংলার এই সাংস্কৃতিক মিলন উৎসব।