Home Second Lead সারকারখানার দৈত্যকায় কার্গো খালাসের কৃতিত্ব অর্জন করলো এএমএমএস লজিস্টিক্স

সারকারখানার দৈত্যকায় কার্গো খালাসের কৃতিত্ব অর্জন করলো এএমএমএস লজিস্টিক্স

সেই বিশাল কার্গো নামানোর কাজ প্রকল্প এলাকায়

৪৮৯ টন ওজনের কার্গো মোংলা থেকে পলাশ সার কারখানায়

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

পলাশ ( নরসিংদী ): বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন ( বিসিআইসি ) নিয়ন্ত্রনাধীন পলাশ ইউরিয়া সার প্রকল্প ( পিইউএফপি ) ‘র আমদানি করা বিশালকায় কার্গো সফলতার সাথে মোংলা বন্দর থেকে এখানে এনে খালাসের অনন্য কৃতিত্ব অর্জন করলো এএমএমএস লজিস্টিক্স।

সংশ্লিষ্টরা জানালেন, এত বিরাট আকারের কার্গো বাংলাদেশের প্রেক্ষাপটে বড় জাহাজ থেকে খালাস এবং স্থানান্তর ও প্রকল্প সাইটে পৌঁছানো অত্যন্ত দুরূহ ও দুঃসাধ্য কাজ। আর তা সফলতার সাথে সম্পন্ন করার কৃতিত্ব পেলো লজিস্টিক্স প্রতিষ্ঠান এএমএমএস লজিস্টিক্স।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিকুল আলম জুয়েল জানান, আলোচ্য কার্গোর ওজন ৪৮৯ টন। সম্প্রতি সেটা পৌঁছে মোংলা বন্দরে। সেখান থেকে প্রকল্পে নিয়ে আসার যাবতীয় কার্যক্রমের দায়িত্ব ছিল এএমএমএস লজিস্টিক্স-এর।  ২২৬ ফুট দীর্ঘ এবং প্রশস্থতায় ২৬ ফুট আর ২০ ফুট উচ্চতার কার্গোটি মোংলায় মাদার ভেসেল থেকে খালাস করা হয় একটি বার্জে।  তারপর নৌপথে নিয়ে আসা হয় ঘোড়াশাল। সেখান থেকে এসপিএমটি ( সেলফ প্রপেলড মডুলার ট্রেইলার ) এবং এইচএমটি ( হাইড্রোলিক মডুলার ট্রেইলার ) এ করে নিয়ে  আসা হয়েছে প্রকল্প এলাকায়। তিনি জানান এই বিশাল কাজটি দক্ষতার সাথে সম্পন্ন করতে পেরে তাঁর কোম্পানি গর্বিত।