Home Third Lead বিশেষ ফ্লাইটে দু’তিনগুণ ভাড়া বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন সুজন

বিশেষ ফ্লাইটে দু’তিনগুণ ভাড়া বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন সুজন

খোরশেদ আলম সুজন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: বিশেষ ফ্লাইটের টিকেট বাবৎ প্রবাসীদের কাছে থেকে স্বাভাবিকের চেয়ে দু’তিনগুণ হারে ভাড়া আদায় বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক সিটি প্রশাসক খোরশেদ আলম সুজন।

এক বিবৃতিতে তিনি বলেন, করোনা মহামারীতেও প্রবাসীরা দেশে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকাকে গতিশীল রেখেছে। তাই দেশে ছুটিতে আসা যেসব প্রবাসী কর্মী লকডাউনের কারণে আটকা পড়েছেন তাদের জন্য বিশেষ ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। কিন্তু দুঃখজনক হলেও সত্যি এই সুবিধাটি আমলাতান্ত্রিক জটিলতার কারণে প্রবাসীরা ভোগ করতে পারছে না। বিশেষ ফ্লাইটের টিকেট বাবদ প্রবাসীদের কাছ থেকে দুই থেকে তিনগুণ ভাড়া আদায় করা হচ্ছে। তা বন্ধে  প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

বিবৃতিতে বলা হয়, প্রবাসী যাত্রীদেরকে বিশেষ ফ্লাইটের সিডিউল দিয়েও আবার সিডিউল বাতিল করা হয়েছে। লকডাউনকালীন পরিস্থিতিতে যাত্রীরা মাত্রাতিরিক্ত ভোগান্তি স্বীকার করে বিমানবন্দরে গেলেও বিষন্ন বদনে ফিরে আসতে হয়েছে। প্রবাসীদের সাথে এ ধরনের আচরণ দুঃখজনক।

বিগত এক বছর ধরে বেশিরভাগ প্রবাসীই চাকরি এবং ব্যবসা হারিয়ে মানবেতর জীবন যাপন করছে। অনেকে ছুটি নিয়ে দেশে এলেও ফ্লাইটের জন্য সঠিক সময়ে কর্মস্থলে ফিরে যেতে পারছে না। তারা চাকুরি হারানোর গভীর শংকার মধ্যে রয়েছেন। তিনি জটিলতা নিরসন করে দ্রুততম সময়ের মধ্যে স্বাভাবিক ফ্লাইট চালু করার জন্য বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এবং বিমান বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেন খোরশেদ আলম সুজন।