বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: বিভিন্ন দেশে আটকে পড়া আরও ৮৪১ জন ফিরলেন আজ শনিবার বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে।
সৌদি আরব, কাতার ও মিশরে তারা আটকে ছিলেন করোনা পরিস্থিতিতে। বিমান সূত্রে জানা যায়, মিশরের কায়রোতে আটকে পড়া ৪১ বাংলাদেশিকে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে শনিবার সকালে।
শুক্রবার রাত ১০টা ১০ মিনিটে দোহা থেকে ৩৮৫ জন বাংলাদেশিকে নিয়ে বিমানের আরেকটি বিশেষ ফ্লাইট ঢাকা পৌঁছায়। এর আগে রিয়াদ থেকে ৪১৫ জন বাংলাদেশি বিমানের একটি বিশেষ ফ্লাইটে শুক্রবার প্রথম প্রহরে ঢাকা পৌঁছেন।
জানা গেছে, করোনার নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসায় এসব নাগরিককে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে না।