Home রাজনীতি বিশ্বকলোনিতে যুবদলের ত্রাণ তৎপরতা

বিশ্বকলোনিতে যুবদলের ত্রাণ তৎপরতা

ত্রাণসামগ্রী তুলে দিচ্ছেন মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।

চট্টগ্রাম: আজ মঙ্গলবার নগরীর আকবর শাহ থানাধীন বিশ্ব কলোনী এলাকায় একশত বিশ দরিদ্র, কর্মহীন ও ছিন্নমূল পরিবারের সদস্যদের মাঝে ৯ নং উত্তর পাহাড়তলী যুবদলের উদ্যোগে চাল, ডাল, আলু,‌ তৈলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি খাদ্যসামগ্রী বিতরণ করেন।   ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সভাপতি জমির আহমদ, মহানগর মহিলা দলের সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর পদপ্রার্থী ছকিনা বেগম, ওয়ার্ড যুবদলের আহবায়ক মোহাম্মদ ইউনুস, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, শাহাদাত হোসেন, খালেদ সাইফুল্লাহ, কফিল উদ্দিন পিন্টু, শামীম আহমেদ, সাদ্দাম হোসেন, মোঃ মাসুদ, নয়ন, ছাত্রদল নেতা মহরম আলীসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।-সংবাদ বিজ্ঞপ্তি