Home Third Lead কাতারে বেলজিয়াম-মরক্কো সমর্থকদের হাতাহাতি

কাতারে বেলজিয়াম-মরক্কো সমর্থকদের হাতাহাতি

বিজনেসটুডে২৪ ডেস্ক

এ কী কাণ্ড! কাতারের (Qatar) রাস্তায় আগুন জ্বলছে। রাস্তার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পতাকা, পানির বোতল, ফেস্টুন, টুপি… দুই পক্ষের মারামারিতে অশান্ত হয়ে উঠল কাতারের ব্রাসেলস শহর। বিশাল পুলিশ বাহিনী নেমে এসেছে পথে। উত্তপ্ত জনতাকে শান্ত করতে ছুড়ছে কাঁদানে গ্যাস।

রবিবার কাতারের ব্রাসেলস শহর দেখল বেলজিয়াম ও মরক্কো সমর্থকদের মধ্যে অশান্তির ছবি (Belgium and Morocco Fan Clash)। এদিন আল থামুম স্টেডিয়ামে ম্যাচ ছিল বেলজিয়াম ও মরক্কোর। গোটা ম্যাচে দাপট দেখালেও শেষে পরপর দুই গোল হজম করতে হয় রেড ডেভিলসদের। ফলে ২-০ গোলে অপেক্ষাকৃত দুর্বল মরক্কোর কাছে হারতে হয় বেলজিয়ামকে।

স্টেডিয়াম ছেড়ে হতাশ মুখে রের হন বেলজিয়াম সমর্থকেরা। কিন্তু উল্টোদিকে তখন খুশির মেজাজ। বেলজিয়ামকে হারানোয় আনন্দে আত্মহারা মরক্কো সমর্থকেরা। সামনে বেলজিয়াম সমর্থকদের পেয়ে টিকাটিপ্পনি কাটা শুরু করেন তাঁরা। যা ভালভাবে নেননি বেলজিয়াম সমর্থকরা।

দুই পক্ষের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা। পরে হাতাহাতি। আগুন ধরিয়ে দেওয়া হয় গাড়িতে। দাউদাউ করে জ্বলতে থাকে। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, বেশ কয়েকজন আহত হয়েছে এই ঘটনায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। অনেককে আটক করা হয়েছে।