Home Third Lead আগ্রহ বেশি মেসি-নেইমারদের নিয়ে

আগ্রহ বেশি মেসি-নেইমারদের নিয়ে

শুভ্র মুখোপাধ্যায়

এরকম অবস্থা এবার আগে দেখেনি। এমনিতেই বিশ্বকাপ  যত ছোট হয়ে আসে, ততই সাংবাদিকদের কপালে চিন্তার ভাঁজ দেখা যায়। কাতারেই যেমন ৩২টি দল শুরু করেছিল। সেইসময় মিডিয়া প্রতিনিধিদের ব্যস্ততার শেষ ছিল না। একই শহরে ৩২টি দল রয়েছে। সংবাদমাধ্যমের কর্মীরা সারাক্ষণ মিডিয়া সেন্টারে আটকানো সূচিতে চোখ বোলাচ্ছে। এই যদি কোনও দলের প্রেস কনফারেন্স কিংবা প্র্যাকটিস মিস হয়ে যায়!

এখন আবার অন্য চিন্তা তাঁদের। টুর্নামেন্ট ছোট হয়ে এলে খবর মিসের আশঙ্কা থাকে। এই বুঝি কোনও খবর মিস হয়ে গেল, এমন ভয় তাড়া করতে থাকে মিডিয়াকূলের।

বৃহস্পতিবার দুপুরে অভিনব দৃশ্য দেখা গিয়েছে কাতারে। এদিন দুপুরে প্রথমে ব্রাজিল দলের সাংবাদিক সম্মেলন ছিল। তারপর ক্রোয়েশিয়া। পরে আবার নেদারল্যান্ডসের, শেষে তালা পড়ল আর্জেন্টিনা দলের প্রেস মিট দিয়ে। অবাক লাগল দেখে, ক্রোয়েশিয়া ও নেদারল্যান্ডস দলের প্রেস মিটের সময় অধিকাংশ চেয়ার ফাঁকা। কিন্তু বড় দুই দলের সাংবাদিক সম্মেলন কক্ষে তিল ধারনের জায়গা নেই। সবাই ওই প্রেস মিটে অংশ নিতে চাইছেন।

শেষে ফিফা আধিকারিকরা ওই ম্যাচ দুটিতে টিকিট পাওয়া সাংবাদিকদের প্রবেশের অনুমতি দিলেন। অর্থাৎ যাঁদের ওই দুটি ম্যাচে টিকিট প্রাপ্তির সৌভাগ্য ঘটেছে, তাঁরাই প্রেস মিটে প্রবেশ করতে পারবেন।

এমন ঘটনা সাধারণত ঘটে না। তারপর ফিফার নিয়মে রয়েছে, যে কোনও ভাষাতেই কোচ কিংবা ফুটবলাররা কথা বলুন না কেন, ইংরাজি, স্প্যানিশ, পর্তুগিজ ও আরবি ভাষায় সেটি ভাষান্তর হবে। তার জন্য ফিফা থেকে দেওয়া হয় ইন্টারপ্রেটারস মেশিন। সেই মেশিনও এদিন শেষ হয়ে গিয়েছে। সেই নিয়েও বিতর্ক হয়েছে বিস্তর।

অবশেষে লাইন দিয়ে সাংবাদিক সম্মেলন কক্ষে প্রবেশ করানো হয়। গে কলকাতার লাইট হাউস কিংবা নিউ এম্পায়ার সিনেমায় যেভাবে লোক প্রবেশ করানো হতো, তেমন ভাবেই এদিন মিডিয়া প্রতিনিধিদের প্রবেশ করানো হয়েছে। ব্রাজিল কোচ তিতেও এসে বলে ফেলেছেন, আজ তো দেখছি হাউস ফুল। কী ব্যাপার!