বিজনেসটুডে২৪ ডেস্ক
হতে পারত আরেকটা সৌদি আরব-আর্জেন্টিনা বা জাপান-জার্মানি ম্যাচের একশন রিপ্লে। হল না স্রেফ থিয়েবো কুরতোয়ার জন্যে। বারবার কানাডার আক্রমণ আটকে গেল বেলজিয়াম গোলকিপারের কাছে। ম্যাচের প্রথম দশ মিনিটের মধ্যে পেনাল্টি সেভ তো বটেই, সারা ম্যাচজুড়ে বেশ কয়েকবার দুরন্ত দক্ষতায় বিপক্ষের শট বাঁচিয়ে দলকে হারের মুখ থেকে বাঁচালেন বিশ্বের অন্যতম সেরা গোলকিপার। হ্যাঁ, কানাডার বিরুদ্ধে হার থেকেই বাঁচল বেলজিয়াম। ধারে ভারে অনেক এগিয়ে রবার্তো মার্টিনেজের দল। ফলে এবারের বিশ্বকাপ (World Cup) অভিযান যে সহজ জয় দিয়েই শুরু করবে বেলজিয়াম, তা নিয়ে কোনও ফুটবলপ্রেমীরই সন্দেহ ছিল না।
কিন্তু মাঠে খেলাটা হল একেবারে অন্য। গত বিশ্বকাপের তৃতীয় স্থানাধিকারীদের বিরুদ্ধে শুরু থেকেই জ্বলে উঠলেন বুকানন, জনাথন ডেভিসরা। ম্যাচের মাত্র নয় মিনিটে নিজেদের বক্সে হ্যান্ডবল করে বসেন বেলজিয়াম মিডফিল্ডার কারাসকো। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ডেভিস। এরপর সারা ম্যাচে বারবার বেলজিয়াম রক্ষণে হানা দিয়ে গেছেন কানাডার ফুটবলাররা। কিন্তু অভিজ্ঞতার কারণেই ফিনিশিং থার্ডে এসে খেই হারিয়ে ফেলছিলেন তাঁরা। পালটা যে বেলজিয়াম আক্রমণ শানায়নি তা নয়। বিরতির ঠিক আগে ম্যাচের জয়সূচক গোলটি করেন মিচি বাৎসুয়াই। দ্বিতীয়ার্ধে কানাডা বেশ কয়েকবার সুযোগ পেলেও সমতা ফেরাতে পারেনি। শেষমেশ ১-০ ব্যবধানে ম্যাচটি জিতে নেয় বেলজিয়াম।