চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার আধুনিকায়ন ও করোনা চিকিৎসার উপযোগী করে গড়ে তোলার জন্য আমেরিকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন উত্তর আমেরিকা ইন্ক, চিটাগাং ইউনিভার্সিটি অ্যালামনাই ফোরাম (ডিসি, মেরিল্যান্ড, ভার্জিনিয়া) ও বিভিন্ন অঙ্গ রাজ্য থেকে ১৫ লক্ষ টাকা পাঠানো হয়েছে।
১১ আগস্ট চট্টগ্রাম শহরস্থ চবি চারুকলা ইনস্টিটিউটে উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর কাছে চেক হস্তান্তর করেন “চিটাগাং উইনিভার্সিটি অ্যালামনাই অ্যাব্রড’স কোভিড-১৯ গ্লোবাল ইনিশিয়েটিভ”- এর পক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন উত্তর আমেরিকা ইন্ক -এর সদস্য সমাজ বিজ্ঞান অনুষদের সাবেক ডিন চবি লোক প্রশাসন বিভাগের প্রফেসর হোসাইন কবির এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের সাধারণ সম্পাদক জনাব আবদুল জব্বার।
এ সময় চবি ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের সভাপতি প্রফেসর ড. সুলতান আহমেদ, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, চারুকলা ইনস্টিটিউটের পরিচালক জনাব প্রণব মিত্র চৌধুরী, হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) জনাব মোঃ ফরিদুল আলম চৌধুরী, ডেপুটি রেজিস্ট্রার জনাব মোঃ জাহাঙ্গীর আলম এবং সেকশন অফিসার জনাব মোঃ মুজিবুর হোসেন উপস্থিত ছিলেন।
চাকসুর সাবেক সাধারণ সম্পাদক ড. জমির চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন উত্তর আমেরিকা ইনক এর সাংস্কৃতিক সম্পাদক শিবলী ছাদেক শিবলু ও অন্যান্য চবিয়ানদের সাথে ভার্চুয়াল আলাপচারিতায় দেশের এই দুর্যোগময় পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তা উঠে আসে।
সেই প্রেক্ষাপটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন উত্তর আমেরিকা ইনক এর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর শাহনেওয়াজ ডিকেন্স আমেরিকা ও বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী চবিয়ানদের নিয়ে “ চিটাগাং উইনিভার্সিটি অ্যালামনাই অ্যাব্রড’স কোভিড-১৯ গ্লোবাল ইনিশিয়েটিভ” নাম দিয়ে কার্যক্রম পরিচালনার জন্য একটি আহবায়ক কমিটি গঠনের প্রস্তাব করেন। সে মোতাবেক একটি কমিটি গঠন করা হয়।
মানবতার সেবায় এ উদ্যোগকে সফল করার জন্য যারা কাজ করে যাচ্ছেন- প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মিজানুর রহমান মিয়া, উপদেষ্টাবৃন্দ: প্রফেসর ড. আশরাফ উদ্দিন আহমেদ, প্রফেসর ড. হারুন খান, প্রফেসর আনিস আহমেদ (ভয়েস অব আমেরিকা), প্রফেসর ড. শফিকুর রহমান, প্রফেসর ড. কাজী সদরুল হক, প্রফেসর ড. সেলিম উল্লাহ বাহার, প্রফেসর ড. গওসার রেজা, শামীম চৌধুরী, রেজাউল করিম সগীর, পারভেজ কাজী, সামছুদ্দীন আজাদ, মোহাম্মদ জানে আলম, মোহাম্মদ আবু তাহের, মোহাম্মদ শাহারিয়ার, সাবের চৌধুরী, গাজী সিরাজুল ইসলাম। কর্মকর্তা: আহবায়ক ড. জমির চৌধুরী, যুগ্ম আহবায়কবৃন্দ: অধ্যাপক জাহাঙ্গীর শাহনেওয়াজ ডিকেন্স, সেকান্দর চৌধুরী, রাজিব কুমার (ইউকে), মোহাম্মদ নুরুল আলম, আজিম উদ্দিন আহমেদ (চাকসুর সাবেক সাধারণ সম্পাদক), শামীম আল মামুন, সরোজ বড়ুয়া, বিষ্ণু গোপ, সদস্য সচিব মুহাম্মদ আবদুল আজিজ নঈমী, যুগ্ম সদস্য সচিববৃন্দ: সাবিনা শারমিন নিহার, শিবলী ছাদেক শিবলু, কোষাধ্যক্ষ মাহমুদ আহমেদ, যুগ্ম কোষাধ্যক্ষ দিলওয়ার হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: মোশাররফ হোসেন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক এস. এম. ইকবাল ফারুক, আন্না আলী, সিরাজুল হক, জামিলা ইলিয়াস চট্টলা, হাসান মাহমুদ, নাহিদা আলী, মোহাম্মদ রফিকুল ইসলাম, অধ্যাপক লুৎফুর রহমান, অধ্যাপক গোলাম মোহাম¥দ মুহিত, অ্যাডভোকেট নাজনীন মামুন, অধ্যাপক নোয়াব মিয়া, শাহেদ আলী, মোহাম্মদ এয়াকুব উদ্দীন চৌধুরী, মিজানুর রহমান খান, কাজী জামান, আবদুস সবুর খান, মোহাম্মদ নিজাম উদ্দীন, কবিতা সেন, আনোয়ারুল করিম, সুমিত্রা সেন, মোহাম্মদ ভূঁইয়া (আতিক) প্রমুখ প্রবাসী চবিয়ান।
বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী চবিয়ান,স্বদেশ ও আমেরিকা থেকে আরো সাহায্য পাঠানোর মাধ্যমে ৮৫ লক্ষ টাকার লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে তারা আশা করছেন।
-সংবাদ বিজ্ঞপ্তি