চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারকে আধুনিকায়ন এবং যুগোপযোগী করার লক্ষ্যে বিশ্ব চবিয়ান নেতাদের সাথে দেশে ও প্রবাসের বিভিন্ন পেশাজীবিদের সম্প্রতি এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ভিডিও জুম সভায় বিষয় ভিত্তিক আলোচনায় অংশ গ্রহন করেন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ব বিভাগের সাবেক চেয়ারম্যান, আলাওল হলের প্রাক্তন প্রভোষ্ট এবং বর্তমানে ভালদেষ্টা ইউনিভার্সিটি শিকাগো এমিরিটাস প্রফেসার ড. মিজানুর রহমান মিয়া, চাকসুর সাবেক সাধারন সম্পাদক , ড. জমির চৌধুরী, চ,বি এলামনাই এসোসিয়েশান উত্তর আমেরিকা ইনক এর প্রতিষ্ঠাতা সভাপতি, এ এফ রহমান হল ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর শাহনেওয়াজ ডিকেন্স, চ,বি রেজিষ্ট্রার মনির হাছান, প্রকল্প পরিচালক মনির উদ্দীন, সাবেক কেবিনেট সাচিব এবং বর্তমানে বিশ্ব ব্যাংক এর এক্সিকিউটিভ ডিরেক্টর শফিউল আলম, গনপ্রজানন্ত্রী বাংলাদেশের অডিটর জেনারেল মোসলেম চৌধুরী, উপাচার্য এবং কুমিল্লা বার্ডের সাবেক ডিরেক্টর জেনারেল প্রফেসর ড. তোফায়েল আহমেদ, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি’র উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি ’র ডীন প্রফেসর বিন মোহাম্মদ কাসেম, হালদা নদীর প্রকল্প পরিচালক প্রফেসর ড. মঞ্জুরুল কিবরিয়া, চ, বি অর্থনীতি সমিতির সভাপতি আব্দুল হালীম, চাকসুর সাবেক ভি, পি এবং ফটিকছড়ি থেকে নির্বাচিত প্রাক্তন সংসদ সদস্য মাজহারুল হক শাহ চৌধুরী, চাকসুর সাবেক ভি,পি নাজীম উদ্দীন, চাকসুর সাবেক জি এস আজীম উদ্দীন, সাবেক কাস্টম কর্মকর্তা ও চ, বি এলামনাই এসোসিয়েশন উত্তর আমেরিকার উপদেষ্টা মাহমুদ আহমেদ প্রমুখ।
ড. জমীর চৌধুরী অনুষ্ঠনের উদ্বোধন ঘোষনা করেন।
সূচনা বক্তাব্য, ড. মিজানুর রহমান মিয়া মেডিকেল সেন্টার কে আপগ্রেড করার এই মহৎ উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন । তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্র ছাত্রীদেরকে দলমত নির্বিশেষে অসাম্প্রদয়িক এবং উদার গণতান্ত্রিক চেতনা নিয়ে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।
স্বাগত ভাষনে অধ্যপক জাহাঙ্গীর শাহনেওয়াজ ডিকেন্স বলেন, সম্পূর্ন মানবিক মূলবোধ এবং অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা বিশ্ব চবিয়ানরা একই পতাকাতলে দাঁড়িয়েছি করোনা নামক জীবননাশক এই ব্যাধিকে প্রতিহত করার দৃপ্ত প্রত্যয় নিয়ে। আমাদের সীমিত সাধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে যুগোপযোগী করার চেষ্টা করে যাবো।
রেজিস্ট্রার প্রফেসার মনির হাসান মেডেকেল সেন্টার কে আপগ্রেড করার জন্য স্বল্প মেয়াদী, মধ্য মেয়াদী এবং দীর্ঘ মেয়াদী পরিকল্পনা তুলে ধরেন । তিনি বলেন আপাতত ৮০ লক্ষ টাকা হলে আমরা ৩০ (ত্রিশ) শয্যার সেন্ট্রাল অক্সিজেন সিষ্টেম দিয়ে করোনা রোগী সেবা শুরু করতে পারবো।
ড. তোফায়েল আহমেদ বলেন আমি অত্যন্ত আশাবাদী যে আপনাদের এই মহান উদ্দ্যেশ্য সাফল্যের মুখ দেখবে। তবে এই ব্যাপারে প্রোজেক্ট এবং বাস্তবায়নের কোন বিকল্প নেই। উপাচার্য ড. তোফায়েল আহমেদ এই প্রোজেক্টকে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসার ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন অনুযায়ী আপনারা মেডিকেল সেন্টারকে আপগ্রেড করতে পারবেন। আমি সব সময় আপনাদের পাশে থাকবো ।
প্রফেসার বিন কাশেম সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেন ।
ড, মনজুরুল কিবরিয়া বলেন হালদা প্রকল্পের মতই আমি দিন রাত আপনাদের পাশে ছায়া হয়ে থাকবো।
সঞ্চালনা করেন ড. জমীর চৌধুরী এবং মনিটর ও রেকডিং করেন মুহাম্মদ আব্দুল আজীজ নঈমী ।
-সংবাদ বিজ্ঞপ্তি