প্রথম নরেন্দ্র মোদী সরকার এসেই গুজরাতে তৈরি করেছিলেন স্ট্যাচু অফ ইউনিটি। সর্দার বল্লভ ভাই পটেলের সেই বিরাট মূর্তি দেখতে এখন সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে সবরমতীর তীরে। এবার গুজরাতের মুকুটে নতুন পালক। সেই সঙ্গে ভারতীয় ক্রিকেটেরও। মোতেরার নবনির্মিত সর্দার বল্লভভাই পটেল স্টেডিয়াম এখন পৃথিবীর বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম।
এতদিন পর্যন্ত অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামই ছিল দর্শক সংখ্যার দিক থেকে সবচেয়ে বড়। সেখানে লোক ধরে ৯০ হাজার। কিন্তু সমস্ত রেকর্ড ভেঙে দিতে চলেছে ঝাঁচকচকে এই স্টেডিয়াম। বুধবার বিসিসিআইয়ের তরফে টুইট করে জানানো হয়েছে এখানে লোক ধরবে ১ লক্ষ ১০ হাজার।
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে একাধিক ছবি টুইট করা হয় এদিন। কোনওটা বার্ডস আই ভিউ, কোনওটা আবার স্টেডিয়ামের বিরাট গ্যালারির। গুজরাত থেকেই বিসিসিআই সচিব হয়েছেন জয় শাহ। মোতেরা স্টেডিয়াম ভেঙে নতুন করে তৈরির ভাবনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্রেরই। গুজরাত ক্রিকেট বোর্ডের দায়িত্বে থাকার সময়ে তিনিই এই কাজ শুরু করেছিলেন। তবে কবে আনুষ্ঠানিক ভাবে নবনির্মিত সর্দার ব্ললভভাই পটেল স্টেডিয়ামের উদ্বোধন হবে তা বলা হয়নি।
শুধু লোকসংখ্যা নয়, একটি অত্যাধুনিক আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামে যা যা থাকার, সবই রয়েছে নতুন এই স্টেডিয়ামে। সামনের বছর ফেব্রুয়ারিতে ভারতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসার কথা ইংল্যান্ড দলের। ওই সময়েই একটি দিন রাতের টেস্ট ম্যাচ এই স্টেডিয়ামে হতে পারে বলে খবর।
বিজনেসটুডে২৪ ডেস্ক