Home Third Lead বিশ্বের সবচেয়ে লম্বা গাড়ি, রয়েছে হেলিপ্যাডও

বিশ্বের সবচেয়ে লম্বা গাড়ি, রয়েছে হেলিপ্যাডও

আমেরিকান ড্রিম। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

বিশ্বের সবচেয়ে লম্বা গাড়ি। ‘দ্য আমেরিকান ড্রিম’। দৈর্ঘ্য ৩০.৫৪ মিটার। এই গাড়িতে রয়েছে আস্ত একটা সুইমিং পুলও। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ায় এই গাড়িটির ছবি পোস্ট করেছে। এমনিতে সাধারণ গাড়ি ১২ থেকে ১৬ ফুট লম্বা হয়। সেখানে ‘দ্য আমেরিকান ড্রিম’-এর দৈর্ঘ্য ১০০ ফুটেরও কিছু বেশি।

 

 

The American Dream: Everything we know about the world's longest car

 

 

 

১৯৮৬ সালে এই গাড়িটি আসলে বানানো হয়েছিল ক্যালিফোর্ণিয়ায়। গাড়ি নির্মাতা সংস্থা জে অরবার্গ  গাড়িটি তৈরি করেছিল। সেই সময় এই গাড়ি ছিল ৬০ ফুট লম্বা। ২৬টি চাকা ছিল এই গাড়িতে। সামনে ও পিছনে দুটি ভিএইট ইঞ্জিন ঘুরত। নানা সংস্কারের মাধ্যমে এই গাড়ির দৈর্ঘ্য এখন আরও খানিক বাড়ানো হয়েছে।

১৫ ফুটের ৬টি হন্ডা সিটি সেডান গাড়ি ‘দ্য আমেরিকান ড্রিম’-এর পাশে দাঁড় করানো যাবে। তারপরেও কিছুটা জায়গা বাকি থেকে যাবে। এই গাড়িটি দুই দিক দিয়েই চালানো যায়। দুটি ধাপে এটি বানানো হয়েছিল, তারপর মাঝখান থেকে তা জুড়ে দেওয়া হয়েছিল।

 

World's longest car restored with pool, mini golf course, helipad and more

বিশাল এই গাড়ির আপাদমস্তক বিলাসিতায় মোড়া। গাড়ির মধ্যেই রয়েছে আস্ত একটা সুইমিং পুল, ডাইভিং বোর্ড সমেত। এছাড়া যাত্রীদের জন্য রয়েছে বাথটব, মিনি গলফ কোর্স এমনকি আস্ত একখানা হেলিপ্যাডও রয়েছে পৃথিবীর সবচেয়ে লম্বা এই গাড়ির ভিতর। ফ্রিজ, টিভি, টেলিফোন তো আছেই। এই গাড়িতে ৭৫ জন যাত্রী চড়তে পারেন।

হলিউডের একাধিক ছবির জন্য এই গাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। একসময় ‘দ্য আমেরিকান ড্রিম’-এর জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। তবে অত্যধিক খরচের কারণে এই গাড়ি ধীরে ধীরে জনপ্রিয়তা হারায়। এবার আবার নতুন করে গাড়িটিকে বাজারে আনা হল। নতুন করে এটি সাজিয়ে তুলতে খরচ পড়েছে আড়াই লক্ষ ডলার।

গাড়িটি আপাতত মিউজিয়ামে। এখনই এই গাড়ির চাকা ঘুরছে না।