Home আন্তর্জাতিক বিশ্বে করোনা থেকে সুস্থ প্রায় ৬ কোটি

বিশ্বে করোনা থেকে সুস্থ প্রায় ৬ কোটি

আন্তর্জাতিক: বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা প্রায় ৬ কোটি। পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটা নাগাদ বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ৪৩ লাখ ৭৪ হাজার ৯৪৩। একই সময় নাগাদ বিশ্বে করোনায় মোট মারা গেছেন ১৮ লাখ ৩৫ হাজার ২২১ জন।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৫ কোটি ৯৬ লাখ ৩৪ হাজার ৯৩২।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৬১ লাখ ৭৩ হাজার ৩৪৬। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ৫৬ হাজার ৪৪৫ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১কোটি ৩০ লাখ ৩৪ হাজার ৯। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৪৯ হাজার ২০৫ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭৭ লাখ ৫৭৮। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৯৬ হাজার ৪৪১ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইটালি অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম।

-বিজনেসটুডে২৪ ডেস্ক