বিজনেসটুডে২৪ ডেস্ক
দেশের শূন্য পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও)।
মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাবরেটরি), মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি), ন্যাশনাল কনসালটেন্ট ও পাবলিক হেলথ অফিসার পদের লোক নেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাবরেটরি): মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাবরেটরি) পদের চাকরিটি চুক্তিভিত্তিক। চুক্তির মেয়াদ প্রাথমিক পর্যায়ে ৬ মাস। মেয়াদ বাড়ার সম্ভাবনা রয়েছে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করতে হতে পারে। এ পদে আবেদনের শেষ দিন ২৭ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত।
মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি): মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি) পদটি চুক্তিভিত্তিক। এ পদে প্রাথমিক মেয়াদ ১২ মাস। মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে। এ পদে নিয়োগ পেলে কাজ করতে হবে কক্সবাজারে। আবেদনের শেষ সময় ৩০ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত।
ন্যাশনাল কনসালটেন্ট (হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার): ন্যাশনাল কনসালটেন্ট (হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার) পদটিও চুক্তিভিত্তিক। এ পদের প্রাথমিক চুক্তির মেয়াদ ১ বছর। মেয়াদ বাড়ার সম্ভাবনা থাকছে। ন্যাশনাল কনসালটেন্ট (হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার) পদে চাকরি পেলে কক্সবাজারে কাজ করতে হবে। এ পদে আবেদনের শেষ সময় ৩০ এপ্রিল বিকেল ৪টা।
পাবলিক হেলথ অফিসার: পাবলিক হেলথ অফিসার। চাকরির ধরন চুক্তিভিত্তিক। প্রাথমিক চুক্তির মেয়াদ এক বছর। মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে। নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে ঢাকায় কাজ করতে হবে। আবেদনের শেষ সময় ৩০ এপ্রিল, বিকেল ৪টা।
-সময়